Advertisement
Advertisement

Breaking News

SSC Scam

‘কাজ করেছি, ব্যক্তিগত সম্পর্ক ছিল না’, কুন্তল যোগ নিয়ে মুখ খুললেন এনা সাহা

একাধিক টলি তারকার যোগ ছিল এসএসসি দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের, দাবি ইডির।

Actor Ena Saha talks over Kuntal Ghosh | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 16, 2023 7:53 pm
  • Updated:March 16, 2023 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু বনি সেনগুপ্ত (Bonny Sengupta) নন, একাধিক টলি তারকার যোগ ছিল এসএসসি দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের। এমনটাই দাবি ইডির। সূত্রের খবর, তাঁদের প্রত্যেকের উপর নজর রয়েছে তদন্তকারীদের। তদন্তের স্বার্থে তলব করা হতে পারে সেই অভিনেতা-অভিনেত্রীদেরও।

কে কে রয়েছে সেই তালিকায়? উঠে এসেছে অভিনেত্রী-প্রযোজক এনা সাহার (Ena Saha) নাম। বনি সেনগুপ্তকে তলবের পর থেকেই এনা-কুন্তলের যোগ নিয়ে চর্চা চলছে সব মহলে। এই পরিস্থিতিতে কুন্তল ঘোষকে চিনতেন বলে স্বীকার করলেন এনা। অভিনেত্রী জানিয়েছেন, কুন্তলের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। একটি ইভেন্টও করেছেন কুন্তলের হয়ে। তবে দেখা হয়েছে হাতে গোনা দু-একবার। ধৃত কুন্তলের সঙ্গে কোনওরকম ব্যক্তিগত সম্পর্ক ছিল না বলেই দাবি এনার। কাজ বাবদ কুন্তলের থেকে পারিশ্রমিক নিয়েছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

[আরও পড়ুন: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাটের জের, ছুটি বাতিল বিদ্যুৎ দপ্তরের কর্মীদের]

এদিকে শোনা যাচ্ছে, শুধুমাত্র মিউজিক ভিডিও নয়, এনার প্রযোজনা সংস্থাতেও টাকা দিয়েছিলেন কুন্তল। কিন্তু এই দাবি মানতে নারাজ এনা। তাঁর সংস্থায় কুন্তল কোনও বিনিয়োগ করেননি বলেই বারবার দাবি করেছেন এনা। তবে শুধু এনা নন, টলিপাড়ার অনেকের সঙ্গেই যোগাযোগ ছিল কুন্তলের। তাঁদের সঙ্গে কাজও করেছেন। ফলে আর্থিক লেনদেনও ছিল।

প্রসঙ্গত, কুন্তলকে জেরা করেই বনি সেনগুপ্তের সঙ্গে তাঁর লেনদেনের তথ্য পেয়েছিল তদন্তকারীরা। পরবর্তীতে তদন্তের স্বার্থে বনিকে তলব করে ইডি। দু’দফায় তাঁকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। তারপরই কুন্তল-টলি যোগ স্পষ্ট হয় ইডির কাছে।

[আরও পড়ুন: ভোটের মুখে শক্তি যাচাই! রাজ্যের সব পঞ্চায়েত সদস্যের রাজনৈতিক পরিচয় জানতে চাইল প্রশাসন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement