Advertisement
Advertisement

Breaking News

New Town

শ্বশুরবাড়িতে গা ঢাকা দিয়েও মিলল না রক্ষা, গ্রেপ্তার নিউটাউনের ঘাতক গাড়ির চালক

অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দায়ের করা হয়েছে ধৃতর বিরুদ্ধে।

Accusssed driver of New Town accident and death case arrested from Birati | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:January 3, 2023 11:15 am
  • Updated:January 3, 2023 11:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্বশুরবাড়িতে গিয়ে গোপন জায়গায় লুকিয়েও রেহাই মিলল না। নিউটাউনে (New Town)আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পিষে মারা ঘাতক গাড়ির চালক ধরা পড়ল পুলিশের জালে। টেকনো সিটি থানার পুলিশ তাকে বিরাটি থেকে গ্রেপ্তার করে সোমবার রাতে। আজ তাকে আদালতে পেশ করা হবে। অনিচ্ছাকৃত খুনের মামলা অর্থাৎ ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম প্রতীন খাঁড়া। তিনি এক ছাপাখানার উচ্চপদস্থ আধিকারিক। জানা গিয়েছে, প্রতীনই নতুন বছরের প্রথম দিন তথা রবিবার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন (Rash driving)। গাড়িতে একাই ছিলেন প্রতীন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Alia University) সামনে গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে শাকিল আহমেদ নামে ওই ছাত্রকে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। ধৃতকে গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথ অবরোধ, বিক্ষোভ শুরু করেন। পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন পডুয়ারা।

Advertisement

[আরও পডুন: এ কেমন মা! জন্ম থেকে অসুস্থ ৩ মাসের কন্যা সন্তানকে ছুঁড়ে ফেলে ‘খুন’! গ্রেপ্তার তরুণী]

সেই চাপে পড়ে প্রতীনের খোঁজ জোরদার তল্লাশি চলে। অবশেষে সোমবার রাতে বিরাটির (Birati) শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে। শোনা যাচ্ছে, প্রতীন নাকি বক্স খাটের ভিতর লুকিয়েছিলেন। কিন্তু তদন্তকারীদের চোখকে ফাঁকি দিতে পারেননি। 

[আরও পডুন: ‘দিদির সুরক্ষা কবচ’ ঘোষণা হতেই বিজেপির ‘গ্রামে চলো’ কৌশল]

সহপাঠীর মৃত্যুতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভে যেভাবে উত্তাল হয়েছিল পরিস্থিতি,  সোমবারই আসরে নামেন ডিসি, নিউটাউন। তিনি জানান, কসবার সার্ভিস সেন্টার থেকে উদ্ধার করা হয়েছে ঘাতক গাড়িটিকে। সিসিটিভি দেখেই চিহ্নিত করা সম্ভব হয় গাড়িটিকে। সেটি একটি বেসরকারি সংস্থার গাড়ি বলে খবর। ইতিমধ্যেই ওই সার্ভিস সেন্টারে পৌঁছেছে ফরেনসিক টিম। পরীক্ষা করা হচ্ছে গাড়িটিকে। খোঁজ চলছে মূল অভিযুক্তের। তাঁকে রাতের মধ্যেই গ্রেপ্তার করা হবে। কথা রাখলেন ডিসি। টেকনো সিটি থানার তদন্তকারী দল রাতেই গ্রেপ্তার করল প্রতীন খাঁড়াতে। আজ তাকে বারাসত আদালতে পেশ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement