Advertisement
Advertisement
SSC Scam

SSC Scam: ‘এস পি সিনহাই মাস্টারমাইন্ড’, আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের

আর কী জানাল সিবিআই?

Accused S P Sinha is mastermind of ssc scam, said CBI | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 23, 2023 1:58 pm
  • Updated:November 23, 2023 3:57 pm  

স্টাফ রিপোর্টার: নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড ধৃত শান্তিপ্রসাদ সিনহা। এবার আদালতে এমনটাই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী।

নিয়োগ দু্র্নীতি মামলায় অভিযুক্ত এজেন্ট প্রসন্ন রায়কে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। অভিযুক্ত বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও সুপ্রিম কোর্টে জামিনের আবেদন চেয়ে দ্বারস্থ হয়েছেন। প্রসন্নর জামিনের পর যেন আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে অভিযুক্তদের। এদিন আদালতে তোলার সময় জীবনকৃষ্ণ বলেন, ‘‘সত্যের জয় হয়েছে। মহামান‌্য সুপ্রিম কোর্ট দ্রুত এই মামলার তদন্ত শেষ করতে বলেছে। দেখবেন এক এক করে সবাই জামিন পাবেন।’’

Advertisement

[আরও পড়ুন: ট্রেনের ফাঁকা সিটে পা তুলে বসাই কাল! সহযাত্রীর মারে পা ভাঙল যুবকের, ফাটল মাথাও]

বুধবার নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত জীবনকৃষ্ণ, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য-সহ বাকি অভিযুক্তদের শুনানি ছিল। জামিনে থাকলেও শীর্ষ আদালতের নির্দেশ মেনে এদিন প্রসন্নও আদালতে হাজির হন। প্রসন্নর জামিনের প্রসঙ্গে তুলে ধৃত এজন্ট প্রদীপ সিং, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদন করেন আইনজীবীরা। যদিও সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, ‘‘নিয়োগ দুর্নীতিতে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সকলের সঙ্গে যোগসূত্র রয়েছে শান্তিপ্রসাদের। আসলে তিনি এই দুর্নীতির মাস্টার মাইন্ড।’’

এদিন বিচারক অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত দিয়েছেন। এদিকে ধৃত সুব্রত সামন্ত রায়, যিনি নিয়োগ দুর্নীতির অন‌্য একটি মামলায় জেল হেফাজতে রয়েছেন তাঁকে এই মামলায় যোগ করতে চেয়ে এদিন আদালতে আবেদন করে সিবিআই।

[আরও পড়ুন: রাতের অন্ধকারে পাটবোঝাই লরি উলটে মৃত ২, জখম আরও দুই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement