Advertisement
Advertisement

জুয়ার আসরে স্ত্রীকে কটূক্তি, বন্ধুকে খুন করে দেহ নর্দমায় ফেলে দিল যুবক

টালা পার্কে যুবক খুনে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ৷

Accused arrested in Murder case
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 26, 2018 8:55 pm
  • Updated:December 26, 2018 8:55 pm  

অর্ণব আইচ: রাতে জুয়ার আসরে চলছিল দেদার মদ্যপান৷ জুয়ায় হেরে বন্ধুর স্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি৷ তাই পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে আবদুল আব্বাস শেখ ওরফে পাপ্পুকে৷ টালা পার্কে যুবক খুনে মৃতের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তদন্তকারীদের দাবি, জেরায় খুনের কথা স্বীকারও করেছে সে৷

মঙ্গলবার সকালে যখন বড়দিনের আনন্দে মাতোয়ারা শহরবাসী, তখন উত্তর কলকাতায় টালা পার্কের একটি নর্দমা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহের পাশে পড়েছিল একটি রক্তমাখা ইট৷ ঘটনাস্থল থেকে মদের বোতলও উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল৷ তদন্তে জানা যায়, মৃত যুবকের নাম শেখ আবদুল আব্বাস ওরফে পাপ্পু৷ টালা পার্কেরই বাসিন্দা তিনি৷ যে নর্দমা থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছিল, তার পাশেই পাপ্পুর বাড়ি৷ বড়দিনের সকালে এমন ঘটনায় এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনার দিনই জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ৷ বুধবার সকালে পাপ্পুর বন্ধু কালামকে গ্রেপ্তার করে পুলিশ৷

Advertisement

[ গড়িয়ায় কেক কারখানায় বিস্ফোরণ, আহত ১০ কর্মী]

তদন্তকারীদের বক্তব্য, রোজ রাতেই টালা পার্কের ওই এলাকায় মদের আসর বসত৷ বন্ধুদের সঙ্গে মদ্যপান করতেন পাপ্পু৷ বড়দিনের আগের রাতে অর্থাৎ সোমবার রাতে মদ্যপানের সঙ্গে জুয়া খেলাও চলছিল৷ জুয়ায় হেরে যান পাপ্পু৷ জেরায় পাপ্পুর বন্ধু কালাম জানিয়েছে, নেশার ঘোরে তার স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে পাপ্পু৷ রাগের মাথায় পাথর দিয়ে মাথা থেঁতলে পাপ্পুকে খুন করে সে৷ এরপর মৃতদেহটি নর্দমায় ফেলে দিয়ে পালিয়ে যায়৷ তবে খুনের পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement