সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাস-অটোর রেষারেষি দেখা গেল শহরে৷ মঙ্গলবার সকাল ৯টা নাগাদ সল্টলেকের সিটি সেন্টারের কাছে বাসের ধাক্কায় উল্টে যায় একটি অটো৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অটোচালকের৷ গুরুতর জখম ৫ যাত্রী৷
নিয়ম বহির্ভুত ভাবেই অটোয় ছিল পাঁচ যাত্রী৷ সিটি সেন্টারের সামনে একটি বাসের সঙ্গে গতিতে পাল্লা দেওয়ার চেষ্টা করে চালক৷ তখনই বাসের সঙ্গে ধাক্কা লাগে অটোটির৷ দুর্ঘটনার পর দ্রুত চলে যায় বাসটি৷ ফলে বাসটিকে এখনই চিহ্নিত করা সম্ভব হয়নি৷ সিসিটিভি ফুটেজ দেখে বাসচালকের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ৷ তবে সকালের শহরে ব্যস্ত সময়ে কীভাবে নিয়ম ভেঙে অটোটি পাঁচজন যাত্রী নিয়ে চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে৷
ঘটনাস্থলেই অটোচালকের মৃত্যু হয়৷ জখম পাঁচ যাত্রীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে৷ আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে৷ শহরে অটো দৌরাত্ম্য আবার মাথাচাড়া দিয়ে উঠেছে৷ অটোচালকের হাতে নাকাল হয়েছিলেন খোদ মন্ত্রী৷ মন্ত্রীর কড়া হুঁশিয়ারিতেও সম্বিত ফেরেনি অটোচালকদের৷ এর আগেও উল্টোডাঙায় অটোর রেষারেষির বলি হয়েছিল এক পড়ুয়া৷ আবারও ফিরল সেই একই ছবি৷ শহরে নিত্যযাত্রী্দের নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলে দিল এই ঘটনা৷
(ছবি-প্রতীকী)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.