সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মেট্রোয় বিপত্তি। এবার ভিড় ঠেলে ট্রেনে উঠতে গিয়ে রেক ও প্ল্যাটফর্মের মাঝে আটকে গেল যাত্রীর পা। চালকের তৎপরতায় রক্ষা পেয়েছেন ওই মহিলা। ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল মেট্রো পরিষেবা।
সপ্তাহে কাজের দিনে সকালে মেট্রোয় ভিড় থাকে যথেষ্টই। আর সেই ভিড় ঠেলে মেট্রো উঠতে গিয়েই ঘটল দুর্ঘটনা। বরাতজোরে রক্ষা পেলেন এক মহিলা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে দশটা নাগাদ যখন রবীন্দ্র সরোবর স্টেশনে পৌছায় দমদমগামী মেট্রো, তখন হুড়মুড়িয়ে ট্রেনে উঠতে যান যাত্রীরা। ভিড়ে ঠেলে তড়িঘড়ি মেট্রোয় উঠতে গিয়েছিলেন এক মহিলাও। কিন্তু মেট্রোয় উঠতে তো পারেনইনি, উলটে রেক ও প্ল্যাটফর্মে মাঝে আটকে যায় তাঁর একটি পা। ঘটনাটি নজরে আসতে চিৎকার করতে শুরু করেন অন্যন্য যাত্রীরা। চিৎকার শুনে আর মেট্রোটি চালাননি চালক। রবীন্দ্র সরোবর স্টেশনেই দাঁড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মেট্রো রেলের আধিকারিকরা। লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার করা হয় ওই মহিলাকে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল মেট্রো চলাচল। সকাল ১১ টা নাগাদ ফের স্বাভাবিক হয় পরিষেবা।
এদিকে এই ঘটনায় মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। তাঁদের বক্তব্য, কোথা কম, তো কোথাও আবার বেশি। অনেক স্টেশনেই মেট্রোর রেক ও প্ল্যাটফর্মের মাঝে ফাঁক থাকে। এদিকে আবার স্টেশনে মেট্রো দাঁড়ায় বড়জোর দু থেকে তিন মিনিট। নির্দিষ্ট সময়ের পর কামরার দরজাও বন্ধ হয়ে যায়। তাই ধীরেসুস্থে ট্রেনে ওঠার অবকাশ থাকে না। অফিস টাইমে হুড়োহুড়ি করে মেট্রোয় উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন ওই মহিলা। সত্যি কথা বলতে, শহরের মেট্রো পরিষেবা নিয়ে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। কখনও আত্মহত্যার চেষ্টা, তো কখনও আবার যান্ত্রিক গোলযোগ। প্রায় দিনই শহরের মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে। বিপাকে পড়তে হয় যাত্রীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.