Advertisement
Advertisement

Breaking News

Accident

গাড়ির ধাক্কায় স্কুটি থেকে ছিটকে মা উড়ালপুলের দেওয়ালে ধাক্কা! কলকাতায় গতির বলি ১

দুর্ঘটনার জেরে ব্যস্ত সময়ে বেশ কিছুক্ষণ উড়ালপুলে যান চলাচল ব্যহত হয়।

Accident in Maa flyover, one person died | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 29, 2023 3:05 pm
  • Updated:August 29, 2023 3:05 pm  

অর্ণব আইচ: ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে। গাড়ির ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়ে উড়ালপুলের দেওয়ালে ধাক্কা খেলেন চালক। হাসপাতালে নিয়ে যেতেই মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা। ঘটনার জেরে ব্যস্ত সময়ে বেশ কিছুক্ষণ উড়ালপুলে যান চলাচল ব্যহত হয়। সমস্যায় পড়ে আমজনতা।

জানা গিয়েছে, মৃতের নাম মদন সাহা। মঙ্গলবার সকালে মা ফ্লাইওভার ধরে এসএসকেএমের দিক থেকে নামছিলেন তিনি। সেই সময় একটি গাড়ির সঙ্গে মদনবাবুর স্কুটির ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, ধাক্কার জেরে স্কুটি থেকে ছিটকে পড়েন ওই ব্যক্তি। ধাক্কা লাগে উড়ালপুলের দেওয়ালে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণ: এখনই NIA-CBI তদন্ত নয়, বিরোধীদের জোড়া জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে]

প্রসঙ্গত, দুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। সেফ ড্রাইভ সেভ লাইভের প্রচার চলছে। তারপরও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। বারবার রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসছে। গতির বলি হচ্ছেন মানুষ।

[আরও পড়ুন: বধূ নির্যাতনের অভিযোগে ‘অযথা’ গ্রেপ্তার নয় অভিযুক্তকে, নির্দেশিকা হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement