Advertisement
Advertisement

কাঁকুড়গাছিতে দুর্ঘটনার কবলে স্কুলবাস, আহত ৫ পড়ুয়া

গঙ্গাসাগরগামী সরকারি বাসের সঙ্গে স্কুলবাসের সংঘর্ষ।

Accident in Kolkata, 4 injured
Published by: Tanumoy Ghosal
  • Posted:January 16, 2019 9:41 am
  • Updated:January 16, 2019 10:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে কাঁকুড়গাছিতে দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুলবাস। সরকারি বাসের সঙ্গে সংঘর্ষে আহত ৫ জন পড়ুয়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, সরকারি বাসটি গঙ্গাসাগরে যাচ্ছিল। চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে। আতঙ্কিত অভিভাবক ও পড়ুয়ারা।

[সময়মতো সিপিআর দিলে বাঁচানো যেত অনিকেতকে]

Advertisement

সরকারি বাসে চাপিয়ে তীর্থযাত্রীদের গঙ্গাসাগরে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। সকালের ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি কমাতে শহরের রাস্তায় আলাদা লেন দিয়ে চলছে গঙ্গাসাগরগামী বাস। কিন্তু, তাও দুর্ঘটনা এড়ানো গেল না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে গঙ্গসাগর যাওয়ার পথে কাঁকুড়গাছি রেলব্রিজের কাছে ভুল লেনে ঢুকে পড়ে একটি সরকারি বাস। তখন উলটো দিক থেকে আসছিল একটি বেসরকারি স্কুলের বাস। দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর হয় পাঁচজন পড়ুয়া। তাদের উদ্ধার করে ভরতি করা হয়েছে হাসপাতালে। এদিকে সাতসকালে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত পড়ুয়া ও অভিভাবকরা।

অনলাইনে বিক্রি জাল বিদেশি মদ, শহরে ধৃত ৪ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement