অরিজিৎ গুপ্ত, হাওড়া: সাতসকালে নবান্নের কাছে ভয়ংকর কাণ্ড। মাঝরাস্তায় উলটে গেল কন্টেনার। যার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় দ্বিতীয় হুগলি সেতুর একাংশে। প্রবল ভোগান্তির শিকার হন এলাকার বাসিন্দারা। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় সরানো হয় কন্টেনার। ধীরে ধীরে স্বাভাবিকের পথে যান চলাচল।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে খিদিরপুর থেকে লিলুয়ার দিকে যাচ্ছিল ১৪ চাকার একটি কন্টেনার। মন্দিরতলায় রাস্তার মোড় ঘুরে কন্টেনারটি বাসস্ট্যান্ডের কাছে পার্ক করে চালক নেমে যান। তারপরই কন্টেনারটি নিজে থেকে আচমকা পড়ে যায়। বিকট শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। দেখা যায়, আড়াআড়ি ভাবে মন্দিরতলায় দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের ফ্লাইওভারে ওঠার রাস্তায় পড়ে কন্টেনারটি। ফলে সকাল থেকে মন্দিরতলা রুটের সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। কলকাতা ও কোনা এক্সপ্রেসওয়ে থেকে আসা সমস্ত গাড়ি আটকে পড়ে। পুলিশ একটি ছোট ক্রেন এনে প্রথমে কন্টেনারটি তোলার চেষ্টা করলেও লাভ হয়নি।
এরপর বড় ক্রেন আনা হয়। কিছুক্ষণের চেষ্টায় কন্টেনারটি তোলা হয়। সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় ধীরে ধীরে স্বাভাবিকের পথে যান চলাচল। উল্লেখ্য, প্রতিদিন মন্দিরতলার ওই রাস্তা দিয়ে বহু খুদে স্কুলে যায়। তাঁদের সঙ্গে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করেন অভিভাবকরা। বহু স্কুলগাড়ি ওই পথে চলাচল করে। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.