ছবি: প্রতীকী
অর্ণব আইচ ও নিরুফা খাতুন: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। বেলগাছিয়ায় (Belgachia) আচমকা একটি দোকানে সজোরে ধাক্কা একটি গাড়ির। যার জেরে দুটুকরো হয়ে যান সেখানে থাকা এক ব্যবসায়ী। জখম হন আরও ২ জন। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে।
অন্যান্যদিনের মতোই সোমবার সকালেও বেলগাছিয়ার রাস্তায় লোকজন ছিল। বেলগাছিয়া মেন রোডের উপরে ছোট একটি দোকানে বসেছিলেন এক ব্যবসায়ী। তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন। হঠাৎই উলটোদিক থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা মারে ওই দোকানটিতে। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, গাড়ির ধাক্কায় দোকানের মধ্যেই ব্যবসায়ী দুটুকরো হয়ে যান। বাকি দুজনও গুরুতর জখম হন। তড়িঘড়ি তিনজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে।
এদিনের এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। অভিযোগ, সকালের দিকে ট্রাফিক নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা থাকে না। সেই কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এদিন উত্তেজিত জনতা আটকে রাখে গাড়িচালককে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.