Advertisement
Advertisement

Breaking News

বেলগাছিয়ায় দোকানে গাড়ির ধাক্কায় দুটুকরো ব্যবসায়ী! ক্ষোভে ফেটে পড়ল উত্তেজিত জনতা

ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা।

Accident in Belgachia, one person died | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 13, 2023 1:21 pm
  • Updated:November 13, 2023 1:21 pm  

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। বেলগাছিয়ায় (Belgachia) আচমকা একটি দোকানে সজোরে ধাক্কা একটি গাড়ির। যার জেরে দুটুকরো হয়ে যান সেখানে থাকা এক ব্যবসায়ী। জখম হন আরও ২ জন। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে।

অন্যান্যদিনের মতোই সোমবার সকালেও বেলগাছিয়ার রাস্তায় লোকজন ছিল। বেলগাছিয়া মেন রোডের উপরে ছোট একটি দোকানে বসেছিলেন এক ব্যবসায়ী। তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন। হঠাৎই উলটোদিক থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা মারে ওই দোকানটিতে। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, গাড়ির ধাক্কায় দোকানের মধ্যেই ব্যবসায়ী দুটুকরো হয়ে যান। বাকি দুজনও গুরুতর জখম হন। তড়িঘড়ি তিনজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে।

Advertisement

[আরও পড়ুন: কাকভোরে শুটআউট, মসজিদে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন জয়নগরের তৃণমূল নেতা]

এদিনের এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। অভিযোগ, সকালের দিকে ট্রাফিক নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা থাকে না। সেই কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এদিন উত্তেজিত জনতা আটকে রাখে গাড়িচালককে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি।

[আরও পড়ুন: তৃণমূল নেতার ‘খুনি’কে পিটিয়ে মারল জনতা, জোড়া খুনে জ্বলছে জয়নগর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement