Advertisement
Advertisement
Bara Bazar Accident

আচমকা ব্রেক ফেল! খাস কলকাতায় ৪ পথচারীকে পিষে দিল বাস

প্রবল শোরগোল বড়বাজার চত্বরে।

Accident in Bara Bazar, one person died
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 10, 2025 1:49 pm
  • Updated:January 10, 2025 2:16 pm  

অর্ণব আইচ: ব্যস্ত সময়ে খাস কলকাতার বড়বাজার চত্বরে বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে থাকা ৪ পথচারীকে পিষে দিল যাত্রী ভর্তি বাস। মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে একজনের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মহাত্মা গান্ধী রোড ও কলাকার স্ট্রিটের সংযোগস্থলে। বেশ কিছুক্ষণ ব্যহত হয় যান চলাচল।

জানা গিয়েছে, শুক্রবার সকালে হাওড়া থেকে শিয়ালদহ যাচ্ছিল ওই যাত্রী ভর্তি বাসটি। মহাত্মা গান্ধী রোড ও কলাকার স্ট্রিটের সংযোগস্থলে ঘটে দুর্ঘটনা। ব্রেক ফেল করে বাসটি। বেঁকে গিয়ে ধাক্কা দেয় ফুটপাথে। সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন ৪ মহিলা। বাসটি একেবারে পিষে দেয় তাঁদের। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে। খবর পেয়েই পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তৎপরতায় আহতদের পাঠানো হয় হাসপাতালে। সেখানেই এক মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ বাসটি নতুন। তা সত্ত্বেও কেন এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তবে বাসটির যান্ত্রিক গোলযোগ আগে থেকেই ছিল কি না, বা গোলযোগ রয়েছে জানা সত্ত্বেও রাস্তায় নামানো হয়েছিল কি না, তা জানার চেষ্টায় তদন্তকারীরা। এদিকে ইতিমধ্যেই মৃতার বাড়িতে খবর দেওয়া হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement