Advertisement
Advertisement

Breaking News

পথদুর্ঘটনায় মৃত যুবক, আবাসনে তাণ্ডব বিক্ষুব্ধ জনতার

৭০টিরও বেশি গাড়ি ভাঙচুরের অভিযোগ৷ এখনও আতঙ্কে পণ্ডিতিয়া রোডের আবাসনের বাসিন্দারা৷

Accident at Hazra Road angry mob thrashes cars of complex
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 6:08 pm
  • Updated:September 18, 2016 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্সিডিজের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র হাজরা রোড চত্বর৷ ঘটনার জেরে পণ্ডিতিয়া রোডের একটি আবাসনে ব্যাপক ভাঙচুর করল স্থানীয় বাসিন্দারা৷ আবাসনের ৭০টিরও বেশি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ৷

ঘটনার সূত্রপাত হয় রবিবার ভোররাতে৷ দুই বন্ধু মিথিলেশ ও অভিজিৎকে নিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন স্থানীয় রামদেব যাদব৷ সেই সময় পিছন দিক থেকে এসে একটি মার্সিডিজ ধাক্কা মারে স্কুটারটিকে৷ তিনজনেই ছিটকে পড়েন৷ পুলিশ সূত্রে খবর, কারও মাথাতেই হেলমেট ছিল না৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অভিজিতের৷ আহত বাকি দুই জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

Advertisement

ঘটনার পর থেকে নিখোঁজ অভিযুক্ত মার্সিডিজ চালক৷ পরে জানা যায় গাড়িটি পণ্ডিতিয়া রোডের আবাসনের এক বাসিন্দার৷ এতেই ক্ষুব্ধ হয়ে আবাসনে ভাঙচুর করে উন্মত্ত জনতা৷ আবাসনের বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৭৫ থেকে ১০০ জন মানুষ আবাসনে ঢুকে এসে তাণ্ডব চালায়৷ যাতে ৭০টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ খবর পেয়ে কিছু পুলিশকর্মী ঘটনাস্থলে গিয়েছিলেন বটে, কিন্তু বিক্ষোভ নিয়ন্ত্রণ করা তাঁদের পক্ষে সম্ভব হয়নি৷ ছাড় পায়নি আবাসনে থাকা মেয়র পরিষদের গাড়িও৷ পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement