সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথের রাজনীতি রয়েছে তাঁর রন্ধ্রে রন্ধ্রে৷ এই ছক ভাঙা কৌশলই তাঁকে পৌঁছে দিয়েছে রাজ্য তথা জাতীয় রাজনীতির শীর্ষে৷ এর আগে বিরোধী হিসাবে পথে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে ধরনায় বসলেন তিনি৷ তবে দাবি এক৷ সেবার ছিল রাজ্যের তৎকালীন শাসকদল বামেদের বিরুদ্ধে, এবার কেন্দ্রের শাসক বিজেপির বিরুদ্ধে৷ ২০০৬-তে যেবার একটানা ২৬ দিন মেট্রো চ্যানেলে অনশনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন পাশে ছিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ কিন্তু এ বার, কোথায় তিনি?
[ধরনা ইস্যুতে রাহুলের অবস্থানে অথৈ জলে প্রদেশ কংগ্রেস, বিরোধিতায় অনড় সোমেনরা ]
রবিবার থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গ৷ সকলের নজর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর৷ কিন্তু বেপাত্তা তৃণমূলের কথাকথিত ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রবিবার থেকে একবারও নেত্রীর পাশে দেখা যায়নি তাঁকে৷ যেখানে ছোট-বড় তৃণমূলের সমস্ত নেতা উপস্থিত রয়েছেন৷ এমনকী বিরোধী দলের নেতারা এসেছেন বা আসছেন৷ সূত্রের খবর, এমন অবস্থায় এখনও ধর্মতলার ধরনা মঞ্চের ছায়াও নাকি মাড়াননি তিনি৷ ফলে এই চরম পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ অন্তর্ধান নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা৷ ধরনায় ভাইপো অভিষেকের এই অনুপস্থিতির বিষয়টি প্রথম নজরে আনেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘‘আতঙ্কে ভুগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি বুঝতে পারছেন, বিপদ বাড়ছে৷’’ রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও, অধীর চৌধুরির বক্তব্যের প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ৷ তিনি বলেন, ‘‘এই বক্তব্যের জন্যই সম্ভবত প্রথমবার প্রকাশ্যে আমি অধীর চৌধুরির প্রশংসা করছি।’’ মঙ্গলবার পুরুলিয়া ২ নম্বর ব্লকের ভাঙ্গা গ্রামে জনসভা করতে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ যোগীর সভার পালটা জনসভা করার কথা ছিল যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ কিন্তু সেই জনসভাও বাতিল করে দিয়েছেন যুব তৃণমূল সভাপতি৷ ফলে অভিষেক অন্তর্ধান রহস্যে আরও উত্তাপ বাড়াচ্ছে এই ঘটনা৷
[‘নৈতিক জয়’, সুপ্রিম রায়কে হাতিয়ার করে কেন্দ্রকে তোপ মমতার]
এমতো পরিস্থিতিতে আরও একটি উল্লেখযোগ্য বিষয় নজরে এসেছে রাজনৈতিক মহলের৷২০০৬-তে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চ থেকেই রাজনৈতিক মহলে পরিচিতি পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তবে এবার ‘পিসি’র পাশে নেই তিনি৷ কিন্তু, ‘মাসি’র পাশে রয়েছে ‘মুন্নি’৷ মমতার বোনের এই মেয়েকে ঘিরেই চর্চা তুঙ্গে ওয়াকিবহাল মহলে৷ এই ধরনা মঞ্চ ‘মুন্নি’র উত্থানের শুরু কি না, তা ঘিরেই উঠছে প্রশ্ন৷ তবে তৃণমূল সূত্রে খবর, নেত্রীর আন্দোলনে যুব নেতাকে তাঁর পাশে দেখতে না পেয়ে নাকি মনে মনে অখুশি নিচু তলার কর্মীরাও৷ ‘কোথায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?’ এই প্রশ্ন জাগতে শুরু করেছে তাঁদের মনেও৷ এমনকী, প্রকাশ্যে মুখ না খুললেও, দলের অনেক নেতা-নেত্রীও বিষয়টি কানাঘুষো চর্চা শুরু করেছেন বলে খবর তৃণমূল সূত্রে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.