ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ডিসেম্বরের গোড়ায় কাঁথির সভা থেকে দলে যোগদানের জন্য তৃণমূলের (TMC) ‘দরজা খোলা’র কথা বলেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর নতুন বছরের প্রথম দিন ফের সেই জল্পনা উসকে দিলেন তিনি। রবিবার তিলজলা এলাকায় তৃণমূল ভবনে ভিতপুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। তাঁকে সাংবাদিকরা দরজা খোলা নিয়ে প্রশ্ন করেন। সেই উত্তরে অভিষেকের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ”আপনারা কি অপেক্ষা করছেন কবে দরজা খুলব? রাজনীতিতে সব কিছুর টাইমিং আছে। সময়মতোই দরজা খোলা হবে।”
পুরনো তৃণমূল ভবনেই নতুন করে নির্মাণকাজ চলছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে নতুন বছরের প্রথম দিন ভিত পুজো হয়। সেই পুজোয় বসেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্ত্রোচ্চারণ-সহ পুজোর একাধিক রীতি পালন করেছেন তিনি। হাতে ইট নিয়ে ভিত্তিপ্রস্তরও স্থাপন করতে দেখা গেল তাঁকে।
প্রায় ঘণ্টাখানেকের পুজো সেরে তৃণমূল ভবনের বাইরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকরা তাঁর ‘দরজা খোলা’ প্রসঙ্গে প্রশ্ন তুলতেই তাঁর ইঙ্গিতবাহী জবাব, ”ঠিক সময় দরজা ফাঁক হবে। ফাঁক কেন, দরজা খানিকটা খোলা হবে। রাজনীতিতে টাইমিং ফ্যাক্টর।”
আগেই ঘোষণা করা হয়েছিল, জানুয়ারির ২ তারিখ তৃণমূলের কর্মসমিতির জরুরি বৈঠক রয়েছে নজরুল মঞ্চে। ৩৫০০ প্রতিনিধি আমন্ত্রিত। থাকবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিনই অন্য়ান্য দল থেকে গুরুত্বপূর্ণ নেতাদের তৃণমূলে যোগদানের জল্পনা উসকে উঠেছিল। কিন্তু এদিন অভিষেকের মন্তব্যে সেই জল্পনায় খানিকটা জল ঢালল। অভিষেক শোনালেন সঠিক ‘টাইমিং’এর কথা।
তিনি আরও জানালেন, ”সোমবার দলের যে মিটিং আছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিক নির্দেশ দেবেন। সর্বস্তরের প্রতিনিধিরা থাকবেন। আপনারা নজর রাখুন। তৃণমূলের সর্বস্তরের কর্মীরা সেটা পালন করার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন।” এদিন পঞ্চায়েত ভোট নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল অভিষেককে। যে কোনও সময়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত, তা জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শান্তিপূর্ণ ভোটের বার্তা দিয়ে বললেন, ”অশান্তি করলে ফল ভাল হবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.