Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee-Suvendu Adhikari

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও নিয়ে FIR শুভেন্দুর, ‘শুভেচ্ছা’ জানালেন অভিষেক!

সংসদ অধিবেশনে যোগ দিতে আজই দিল্লি রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee wishes Suvendu Adhikari for lodging FIR against him | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 23, 2023 6:59 pm
  • Updated:July 23, 2023 7:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধিতার সুর চড়াতে গিয়ে রাজ্যের সর্বস্তরের গেরুয়া শিবিরের নেতাদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ নিয়ে তাঁর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর (FIR) করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাতে বিরোধী দলনেতাকেই পালটা শুভেচ্ছা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রবিবার তিনি দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে সংক্ষিপ্ত জবাব দেন – শুভেচ্ছা রইল।

গত শুক্রবার ধর্মতলায় শহিদ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৫ আগস্ট কোচবিহার থেকে কাকদ্বীপ যত বিজেপি (BJP) নেতা,কর্মী আছেন, তাঁদের বাড়ির বাইরে ঘেরাও অভিযান করবেন তৃণমূল কর্মীরা। ব্লক স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত, ছোট, বড়, মেজো সব বিজেপি নেতার বাড়ি ঘেরাও করা হোক। যদিও পরে সেই কর্মসূচি কিছুটা শুধরে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানান, “অভিষেক যে কর্মসূচির কথা বলেছে, সেটা আমি বলব, শুধু ব্লক স্তরেই করো। বিজেপি নেতাদের বাড়ি থেকে অন্তত ১০০ মিটার দূরত্ব রেখে করো। যাতে যাতায়াতে অসুবিধা হয়। যাতে কেউ বলতে না পারে ওঁদের হেনস্তা করা হয়েছে।” মমতার পরামর্শ, ‘‘ওটা প্রতীকী ঘেরাও হোক।’’

Advertisement

[আরও পড়ুন: ঈশ্বরের অস্তিত্ব নিয়ে লেখা আইনস্টাইনের চিঠি নিলামে, বিক্রি হবে ১ কোটিরও বেশি দামে]

এনিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রবিবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে ‘ঘৃণা ভাষণ’-এর অভিযোগ তুলে বাড়ি ঘেরাও কর্মসূচিকে বিপজ্জনক, প্রাণহানির আশঙ্কা বলে চিহ্নিত করেন বিরোধী দলনেতা। তাই মুখ্যমন্ত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক – দু’জনের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নেওয়ার আরজি জানিয়েছেন। রবিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির (Delhi) যাওয়ার উদ্দেশে দমদম বিমানবন্দরে পৌঁছলে শুভেন্দুর পদক্ষেপ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। তাতে অভিষেকের সংক্ষিপ্ত জবাব – শুভেচ্ছা রইল। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন, এফআইআর দায়ের করে তাঁর কর্মসূচি মোটেই আটকানো যাবে না।

[আরও পড়ুন: ক্লাবের মণিপুরি ফুটবলারদের পাশে মহামেডান কর্তারা, পরিবারকে কলকাতায় আনার প্রস্তাব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement