সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সিবিআইকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের এতদিন কেটে গেলেও ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) গ্রেপ্তার হননি কেন, প্রশ্ন করলেন অভিষেক। তিনি বলেন, “৪ দিন পুলিশের হাতে কেস ছিল। তার পর থেকে সিবিআইয়ের হাতে। এই কাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়নি কেন সিবিআই জবাব দিক।”
আর জি কর কাণ্ডে ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠছে। হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টেও ঘটনার দিনে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীদের একাংশও সন্দীপের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছে। সিবিআই এই ঘটনার তদন্তভার নেওয়ার পর প্রায় প্রতিদিন জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ। এমনকী আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর বাড়িতে তল্লাশি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তাঁকে গ্রেপ্তার করেনি সিবিআই।
সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে অভিষেক এদিনের সভা থেকে বলেন, “৪ দিন পুলিশের হাতে কেস ছিল। একজন গ্রেপ্তার করেছিল পুলিশ। তার পর থেকে সিবিআইয়ের হাতে। এখনও পর্যন্ত খুন ও ধর্ষণকাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়নি কেন, সিবিআইকে জবাব দিতে হবে। সাধারণ মানুষ বলছে বিচার চায়। আমরা বলছি বিচার চাই। এই ঘটনার সবাই বিচার চায়। বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।”
পাশাপাশি, সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নোবেল চুরি থেকে সারদা মামলায় সিবিআইয়ের দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলা নিয়েও প্রশ্ন তুলে বলেন, “এর আগে সারদা, রবীন্দ্রনাথের নোবেল, কী বিচার হয়েছে?” এর পাশাপাশি, ধর্ষণের বিরুদ্ধে কঠিন আইন আনা নিয়ে সরব হয়েছেন অভিষেক। কেন্দ্র আইন না আনলে তিনি নিজের এমপি কোটা ব্যবহার করে সেই বিল আনবেন বলে জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.