কৃষ্ণকুমার দাস: শুক্রবার রুটিন চেকআপ করতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর কাঁধে সামান্য ফুলে থাকায় তা পরীক্ষানিরীক্ষার পর ছোট একটি অস্ত্রোপচার হয়। সন্ধেবেলা হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় মুখ্যমন্ত্রী জানান, সব ঠিক আছে। চেক আপে এসেছিলেন। এর পর শনিবার সন্ধেবেলা তাঁকে দেখতে কালীঘাটের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, সন্ধে ৭টা নাগাদ ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে যান অভিষেক। মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়েছে।
সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শহরে ছিলেন না। বাইরে থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজখবর রাখছিলেন। আর শনিবার ফেরার পরই তাঁকে দেখতে গেলেন কালীঘাটে (Kalighat)। তার আগে অবশ্য তিনি কালীঘাটের দলীয় কার্যালয়ে তৃণমূলের (TMC) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)জানিয়েছেন, এটি একেবারেই সৌজন্য বৈঠক।
তবে নতুন বছরের শুরুতেই অভিষেক নিজের সংসদীয় এলাকায় প্রচারে নামছেন। আগামী ৭ তারিখ ডায়মন্ড হারবারের (Diamond Harbour) পৈলানে কর্মসূচি রয়েছে সাংসদের। প্রতিশ্রুতিমতো ওই দিন তিনি ৭০ হাজার বার্ধক্য ভাতা প্রদান করবেন বলে জানা গিয়েছে। অনেকদিন পর ওই দিন ‘মুখ খুলবেন’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের মত, ফের ডায়মন্ড হারবারের প্রার্থী হতে পারেন অভিষেক। লোকসভা নির্বাচনের আগে ওই দিন থেকেই তিনি অলিখিতভাবে প্রচার শুরু করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.