Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

অস্ত্রোপচারের পর মুখ‌্যমন্ত্রীকে দেখতে কালীঘাটের বাড়িতে অভিষেক

শুক্রবারই এসএসকেএমে মুখ্যমন্ত্রীর কাঁধে ছোট অস্ত্রোপচার হয়েছে।

Abhishek Banerjee visits Mamata Banerjee after she had gone under small surgery | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 30, 2023 7:29 pm
  • Updated:December 30, 2023 7:47 pm  

কৃষ্ণকুমার দাস: শুক্রবার রুটিন চেকআপ করতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর কাঁধে সামান্য ফুলে থাকায় তা পরীক্ষানিরীক্ষার পর ছোট একটি অস্ত্রোপচার হয়। সন্ধেবেলা হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় মুখ‌্যমন্ত্রী জানান, সব ঠিক আছে। চেক আপে এসেছিলেন। এর পর শনিবার সন্ধেবেলা তাঁকে দেখতে কালীঘাটের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, সন্ধে ৭টা নাগাদ ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে যান অভিষেক। মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়েছে।

সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শহরে ছিলেন না। বাইরে থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজখবর রাখছিলেন। আর শনিবার ফেরার পরই তাঁকে দেখতে গেলেন কালীঘাটে (Kalighat)। তার আগে অবশ্য তিনি কালীঘাটের দলীয় কার্যালয়ে তৃণমূলের (TMC) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)জানিয়েছেন, এটি একেবারেই সৌজন্য বৈঠক।

Advertisement

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এ খুলল কপাল, এবার ববি দেওলের ‘আব্রার’কে নিয়ে নতুন ছবি সন্দীপ রেড্ডি ভাঙ্গার!]

তবে নতুন বছরের শুরুতেই অভিষেক নিজের সংসদীয় এলাকায় প্রচারে নামছেন। আগামী ৭ তারিখ ডায়মন্ড হারবারের (Diamond Harbour) পৈলানে কর্মসূচি রয়েছে সাংসদের। প্রতিশ্রুতিমতো ওই দিন তিনি ৭০ হাজার বার্ধক্য ভাতা প্রদান করবেন বলে জানা গিয়েছে। অনেকদিন পর ওই দিন ‘মুখ খুলবেন’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের মত, ফের ডায়মন্ড হারবারের প্রার্থী হতে পারেন অভিষেক। লোকসভা নির্বাচনের আগে ওই দিন থেকেই তিনি অলিখিতভাবে প্রচার শুরু করছেন। 

[আরও পড়ুন: হানিমুনে গিয়ে সেলফি তোলাই কাল! বিয়ের ২০ দিনের মাথায় মৃত্যু নববধূর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement