ফাইল ছবি
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: চোখের সমস্যায় আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই সশরীরে নয়, তৃণমূলের বিশেষ অধিবেশনে ভারচুয়ালি যোগ দিলেন আয়োজক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উপস্থিত সকলের উদ্দেশে হাতজোড় করে প্রণাম করলেও কোনও কথা বলেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ বিষয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জানিয়েছেন, চিকিৎসক তাঁকে সাত থেকে দশদিন বিশ্রাম নিতে বলেছেন। তিনি আজ কথা বলার মতো অবস্থায় নেই।
লোকসভার আগে তৃণমূলের প্রতীকে বিজয়ী সমস্ত জনপ্রতিনিধিরা বৃহস্পতিবার হাজির থাকবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিশেষ অধিবেশন। এর আয়োজক ছিলেন খোদ অভিষেক। কিন্তু তিনিই সশরীরে সম্মেলনে হাজির থাকতে পারলেন না। তবে ভারচুয়ালি হাজির থেকে গোটা সভার বক্তব্য শুনছেন অভিষেক। সূত্রের খবর, তাঁর চোখে নতুন করে সংক্রমণ হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। এ প্রসঙ্গে এদিন সুব্রত বক্সী বলেন, “আজকের আয়োজক ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। চিকিৎসক তাঁকে সাত থেকে দশ দিন বিশ্রাম নিতে বলেছেন। তাও তিনি আপনাদের সম্মানিত করতে যোগ দিলেন।” তিনি আরও জানান, “অভিষেক বন্দোপাধ্যায় আজ বলার মত অবস্থায় নেই। তিনি নিজেও দুঃখিত।”
জানা গিয়েছে, দীর্ঘক্ষণ কন্ট্যাক্ট লেন্স পরে থাকার জন্য মারাত্মক চোখের সংক্রমণের শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর এখন তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন। কিন্তু সম্পূর্ণ সুস্থ নন। এর মধ্যেই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে রয়েছে তৃণমূলের বিশেষ অধিবেশন। অভিষেকেরই সব দেখাশোনা করার কথা ছিল। কিন্তু তিনি সশরীরে হাজির হতে পারলেন না। তবে দলের কর্মী, সমর্থকদের কথা ভেবে এবং দলের প্রতি দায়িত্ববোধ থেকেই অসুস্থ শরীরেই ভারচুয়ালি সভায় উপস্থিত থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.