ফাইল ছবি।
অপরাজিতা সেন: আবার কি নবজোয়ারের কর্মসূচি শুরু করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? (Abhishek Banerjee) এনিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারি থেকে তাঁর নবজোয়ার যাত্রার দ্বিতীয় পর্যায় শুরুর প্রস্তুতি চলছে।
এবারও টানা বেশ কয়েকদিন ঘরবাড়ি ছেড়ে বাংলার জেলায় জেলায় সফর করবেন, সভা করবেন, তাঁবুতে রাত কাটাবেন অভিষেক। সম্ভবত এবারও উত্তরবঙ্গ থেকে দক্ষিণমুখী হয়ে তাঁর যাত্রাপথ। তবে আগেরবারের থেকে রুটে কিছু পরিবর্তন থাকছে। নবজোয়ারের প্রথম পর্যায়ে বিপুল সাড়া পেয়েছিলেন অভিষেক। মূলত সেই অভিযানে দলের বহু জেলায় সাংগঠনিক ড্যামেজ কন্ট্রোল হয়েছিল।পরবর্তী নির্বাচনে তার ইতিবাচক প্রভাবও ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের সব কর্মসূচি, কেন্দ্রীয় সরকারের বৈষম্য এবং এরাজ্যে বিরোধীদের চক্রান্তমূলক কুৎসা, মূলত এই তিনটি বিষয়কে সামনে রেখে অভিষেকের পরবর্তী অভিযান হতে চলেছে।
তৃণমূল সূত্রে খবর, নভেম্বর থেকে জানুয়ারি, এই তিনমাসে সংগঠনের বিভিন্ন স্তরে বেশ কিছু সময়োপযোগী পরিবর্তন আনবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে অভিষেক-সহ শীর্ষনেতৃত্ব ও সংশ্লিষ্ট জেলা নেতৃত্বগুলির মতামতও নেবেন তিনি। বেশ কিছু রিপোর্ট তাঁর কাছে ইতিমধ্যেই জমা হয়েছে। দলনেত্রী এবং সাধারণ সম্পাদক দু’জনেই চাইছেন দলকে মেদমুক্ত ও কার্যকরী করে আরও বেশি গতিতে পথে নামাতে। ছাত্র, যুব-সহ কয়েকটি শাখা সংগঠন এবং গণসংগঠনের কাজের মূল্যায়নও শুরু হয়েছে। কারণ, এই সংগঠনগুলির একাংশের চূড়ান্ত নিষ্ক্রিয়তার দরুন নিবিড় জনসংযোগে দলের বেশ কিছু সাংগঠনিক সমস্যা হয়েছে। ফলে কিছুক্ষেত্রে ঢেলে সাজানোর তাগিদ করছেন নেতৃত্ব।
অভিষেক তাঁর চোখের অস্ত্রোপচার সেরে ফিরলেও আপাতত কিছু বিধিনিষেধের মধ্যে সাবধানতার কারণে থাকতে হবে। এর মধ্যেই প্রয়োজনীয় হোমওয়ার্ক যতটা সম্ভব এগিয়ে নেবেন তিনি। সাংগঠনিক রদবদলেও সক্রিয় ভূমিকা নেবেন নেত্রীর সঙ্গে। তারপর ফেব্রুয়ারি থেকে নবজোয়ারের দ্বিতীয় পর্যায়ের কথা শোনা যাচ্ছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়েরও বেশ কিছু কর্মসূচি নতুন বছরে ঘোষিত হবে। জেলায় জেলায় সরকারি প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে দলীয় কিছু কর্মসূচিও থাকতে পারে। নবান্নর সঙ্গে সমন্বয় রেখেই দল এগুলি চূড়ান্ত করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.