বাংলায় আসন জটের মাঝেই কংগ্রেসকে তোপ অভিষেকের। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে বাংলায় তৃণমূল ও কংগ্রেসের মধ্যে আসনরফা নিয়ে টানাপোড়েন চলছে। রাজ্যে ১০ আসনে লড়তে চায় হাত শিবির। উলটো দিকে তাদের ২টির বেশি লোকসভা কেন্দ্র ছাড়তে রাজি নয় জোড়াফুল শিবির। এর মাঝেই অসমের কাছাড় হিল কাউন্সিল নির্বাচনে প্রাপ্ত ভোট শতাংশের হিসেব প্রকাশ্যে এনে কংগ্রেসকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “বাংলায় আসন নিয়ে এতো আশা আকাঙক্ষা কথা বলেও নিজের গড়েই জমি আগলে রাখতে ব্যর্থ কংগ্রেস।”
অসমের কাছাড় হিল কাউন্সিল বা পার্বত্য পরিষদের নির্বাচনের ফল তুলে ধরে কংগ্রেসকে আক্রমণ করেছেন অভিষেক। অসমে প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও কংগ্রেস ২২ আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছে ৮.৮৭ শতাংশ। সেখানে তৃণমূল প্রথমবার ১১ আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছে ১২.৪০ শতাংশ। এই তথ্য দিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ, “বাংলায় কংগ্রেসের আসন নিয়ে প্রত্যাশা অনেকটা আকাশের তারা ছোঁয়ার মতো। দেখাই যাচ্ছে, নিজেদের উঠোনেই ওদের পায়ের তলায় মাটি নেই।” স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের সম্বন্বয় কমিটির সদস্যের এহেন বার্তায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
Despite contesting NCHAC elections for the first time @AITC4Assam managed a higher vote share than INC – the primary opposition.
One might say their seat share aspirations in Bengal are akin to aiming for the stars when they couldn’t quite grasp the ground in their own backyard! pic.twitter.com/YUDw8qlR32
— Abhishek Banerjee (@abhishekaitc) January 13, 2024
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের অংশ হয়েছে তৃণমূল। রাজ্যে রাজ্য জোট শরিকদের সঙ্গে আসন নিয়ে দর কষাকষি করছে শতাব্দি প্রাচীন কংগ্রেস। কয়েকটি রাজ্যে আসন সমঝোতা চূড়ান্ত হলেও বাংলায় এখনও এনিয়ে কথাই শুরু হয়নি। তবে সূত্রের খবর, কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ১০টি আসনের দাবি জানাতে চলেছে। যা নিয়ে তৃণমূলের আপত্তি রয়েছে বলে সূত্রের খবর। তারা ২টির বেশি আসন ছাড়তে রাজি নয়। এমন পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তোপ নিয়ে কংগ্রেস কী প্রতিক্রিয়া দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.