Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

সাতবার বাঁ চোখের পর অপারেশন এবার ডান চোখেও! কেন এত জটিলতা, জানালেন অভিষেক

জন্মদিনে কালীঘাটের দলীয় কার্যালয়ে বসে অভিজ্ঞতার কথা শোনালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee shares experience of eye operation and its complication
Published by: Sucheta Sengupta
  • Posted:November 7, 2024 8:08 pm
  • Updated:November 7, 2024 8:27 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আট বছর আগেকার এক দুর্ঘটনার যন্ত্রণা বইতে হচ্ছে এখনও। জাতীয় সড়কে গাড়ি উলটে সেবার আঘাত লেগেছিল প্রধানত বাঁ চোখে। বিদেশে বেশ কয়েকবার অস্ত্রোপচারও হয়েছে। তার প্রতিটিই জটিল। কিন্তু কোনও অপারেশনই ‘শেষ’ নয়। এবছর তাঁর চোখে হয়ে গেল অষ্টম অস্ত্রোপচার। তা অন্তিম কিনা, এখনও জানা নেই। তবে চোখ আগের চেয়ে অনেকটাই ভালো আছে। বৃহস্পতিবার, জন্মদিনে কালীঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেসব অভিজ্ঞতার কথা শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই স্পষ্ট হল, কতটা জটিলতা রয়েছে তাঁর আঘাতপ্রাপ্ত চোখে।

২০১৬ সালের অক্টোবর মাসে রাজনৈতিক কর্মসূচি থেকে ফেরার পথে মুর্শিদাবাদের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় সড়কের উপর তাঁর গাড়ি উলটে যায়। বাঁ চোখে গুরুতর আঘাত লেগেছিল অভিষেকের। তখন তাঁর বয়স মাত্র ২৯ বছর। প্রথমে কলকাতার এক নার্সিংহোমে চিকিৎসা হয়। তবে তার পরও সমস্যা থাকায় অভিষেক বিদেশে গিয়ে চিকিৎসা করান। পরবর্তীকালে একাধিকবার বিদেশে যেতে হয়েছে তাঁকে। এবছর দুর্গাপুজোর আগে আমেরিকায় অষ্টমবার অস্ত্রোপচার হয়েছে অভিষেকের।

Advertisement

বৃহস্পতিবার, নিজের জন্মদিনে কালীঘাটের দলীয় কার্যালয়ে বসে তিনি জানালেন সেসব জটিলতার কথা। বাঁ চোখে তাঁর সাতবার অপারেশন হয়েছে। চোখের পেশিতে মূলত আঘাত হওয়ায় তা ঠিক করতে কখনও সিঙ্গাপুর, কখনও আমেরিকায় হয়েছে অস্ত্রোপচার। চব্বিশের লোকসভা নির্বাচনের পর অভিষেক ঘোষণা করেছিলেন, চিকিৎসার জন্য তাঁকে দীর্ঘ সময় বাইরে থাকতে হবে। তাই বেশ কিছুদিন রাজনীতি থেকে দূরে থাকবেন। সেই সময় আমেরিকায় তাঁর চোখে ফের অস্ত্রোপচার হয়। গত ২১ অক্টোবর নিজের সোশাল মিডিয়ায় অপারেশন পরবর্তী ছবি পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ।

এদিন তিনি জানান, বাঁ চোখে অস্ত্রোপচারের পর তার পেশির অবস্থান ঠিক হলেও, ডান চোখে সমস্যা হতে শুরু করে। পড়াশোনার সময় ডান চোখের তারার অবস্থান বদলে যাচ্ছিল। চিকিৎসকরা তা দেখে পরামর্শ দিয়েছিলেন, জুলাই মাসে অপারেশন করার। কিন্তু সেসময় শহিদ দিবসের অনুষ্ঠান থাকায় তিনি তা করেননি।

অক্টোবরে ডান চোখে অপারেশনের অভিজ্ঞতা নিয়ে এদিন অভিষেক জানান, টানা ৫ ঘণ্টার অস্ত্রোপচার ছিল। জ্ঞান ফেরার পর তাঁর ‘ডবল ভিশন’ হচ্ছিল অর্থাৎ দুটি করে দেখছিলেন সব কিছু। চিকিৎসকরা তা জানার পর ফের একটি অপারেশন করা হয়। ডাক্তারি পরিভাষায় এর নাম ‘স্কুইন্ট অপারেশন’। তবে এদিন অভিষেক বলেন, ”এখন অনেক ভালো আছি। চোখে ভালো দেখছি।” আগামী মে মাসে ফের চেক আপের জন্য বিদেশে যেতে হবে তাঁকে। মাস দেড়েক পর যখন তিনি প্রকাশ্যে এসেছিলেন, তখন তাঁকে কালো চশমায় দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো থেকে আজ জন্মদিনে জনসংযোগ, তাঁর চোখে সবসময় কালো চশমা। অভিষেক জানালেন, চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত ১৩ সপ্তাহ তাঁকে ওই চশমা পরতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement