Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘২০২২ সালে অনেক কিছু শিখেছি’, মনের কথা জানালেন অভিষেক

সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সম্পাদক।

Abhishek Banerjee pens his experience of 2022 | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:January 1, 2023 8:42 am
  • Updated:January 1, 2023 8:42 am  

স্টাফ রিপোর্টার: ২০২২ সালটি তৃণমূল কংগ্রেস ও তাঁর নিজের কাছেও একটি গুরুত্বপূর্ণ বছর ছিল। বছরে শেষ দিনে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায় (Abhishek Banerjee) নিজেই জানিয়েছেন, বছরটি কেমন কাটল। শনিবার রাতে ফেসবুক পোস্টে অভিষেক লিখেছেন, “২০২২ সাল আমার জন্য প্রচুর শেখার এবং ব্যক্তিগত অগ্রগতির একটি বছর। আমি মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে বছর শুরু করেছি, যিনি আমাকে সারা বছর নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করার শক্তি দিয়েছিলেন।”

দল তাঁকে নতুন দায়িত্ব দিয়েছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক লিখেছেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) জাতীয় সাধারণ সম্পাদক হিসাবে, আমি সারা দেশে আমাদের পদচিহ্ন প্রসারিত করাকেই আমার লক্ষ্য বানিয়েছিলাম। আমরা একটি শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছি, যারা দেশে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছে। আমি আমার বিরোধীদের কাছ থেকে লাগামহীন হয়রানি এবং নিশানার সম্মুখীন হয়েছি। যাইহোক, আমার মা-মাটি-মানুষের আশীর্বাদ আমার অধ্যবসায় রাখার শক্তি দিয়েছে। আমি মনে করি এটি আমার জন্য একটি দুর্দান্ত শিক্ষা হয়েছে যে আপনার পথে যত আক্রমণই আসুক না কেন, সততা আপনাকে মাথা উঁচু করে বিজয়ী হতে সাহায্য করবে।”

Advertisement

[আরও পড়ুন: বর্ষবরণের আগে কলকাতায় উদ্ধার কোটি টাকার মাদক, ধৃত ১]

২০২২ সালেই বিশেষভাবে ক্রীড়াক্ষেত্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে তিনি লিখেছেন, “এ বছরটি ছিল ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব, ফুটবলের গৌরবময় খেলা অংশ নেওয়ার জন্য সংকল্প নেওয়া একটি ক্লাব, প্রিমিয়ার বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমার দল নিয়ে আমার গর্বের সীমা নেই।”

বছরের শেষ দিনে তিনি আরও লিখেছেন, “অবশেষে, এই বছরটি আমাকে দৃষ্টিভঙ্গিও দিয়েছে, এটি আমাকে আশা দিয়েছে যে সঠিক অভিপ্রায় এবং চেতনার সঙ্গে, কালো মেঘের মধ্যে একটি রূপালী আস্তরণ পাওয়া যেতে পারে। আমি নিশ্চিত যে এই বছরের পাঠ আগামী দিনে একটি পথপ্রদর্শক শক্তি হবে। আমার প্রতি অটল বিশ্বাসের জন্য আমি আমার সমস্ত অনুসারী ও সমর্থকদের ধন্যবাদ জানাই।”

[আরও পড়ুন: যোগ্যতা প্রমাণে স্বপ্নপূরণ! উচ্চশিক্ষার জন্য আয়ারল্যান্ড থেকে ডাক পেলেন চা বাগানের পড়ুয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement