ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: সন্দেশখালি ও আর জি কর কাণ্ড নিয়ে গতবছর তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। ঘটনার নিন্দা করলেও নেপথ্যে বিজেপির চক্রান্ত বলেই ভারচুয়াল বৈঠক থেকে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বললেন, “দেশের সামনে বাংলাকে ছোট করার চেষ্টা হয়েছে।”
শনিবার ক্যামাক স্ট্রিট থেকে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ছাব্বিশের নির্বাচনে দলের কর্মীদের আরও চাঙ্গা করতে একাধিক নির্দেশ দেন তিনি। ভুতূড়ে ভোটার থেকে শুরু করে গত লোকসভা নির্বাচনের খামতি, সব বিষয়ে আলোচনা করেন তিনি। একাধিক সিদ্ধান্ত জানান। এদিনের বৈঠকেও ওঠে সন্দেশখালি ও আর জি কর ইস্যু। সেখানেই সন্দেশখালি কাণ্ড বাংলাকে কলুষিত করতে বিজেপির চক্রান্ত বলেই দাবি করেন তিনি। আর জি কর কাণ্ড নিন্দনীয় বলে মন্তব্য করলেও এর নেপথ্যেও বিরোধীদের হাত রয়েছে বলেই দাবি করলেন অভিষেক। বললেন, “দেশের কাছে বাংলাকে ছোট করার চেষ্টা চলছে।”
প্রসঙ্গত, আর জি কর কাণ্ড নিয়ে আগেও সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দোষীর শাস্তির দাবি করেছেন। গোটা ঘটনাকে বিরোধীরা রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে বলে বারবার দাবি করেছেন অভিষেক। এদিনও সেই সুরই শোনা গেল তৃণমূল সেনাপতির গলায়। যদিও দৃপ্ত কণ্ঠে এদিন দাবি করলেন, চক্রান্ত করে বাংলাকে দেশের সামনে ছোট করার চেষ্টা করলেও, লাভ হবে না। বাংলাকে কলুষিত করা যাবে না।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলাকে কেন্দ্র করে ২০২৪ সালে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালি। ওই এলাকার বাদশা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এরপর দীর্ঘদিন ফেরার ছিলেন শাহজাহান। এদিকে তাঁর বিরুদ্ধে জমি-ভেড়ি দখল, মহিলাদের উপর অত্য়াচার-সহ একাধিক অভিযোগ ওঠে। পরবর্তীতে চাঞ্চল্যকর অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। সেখানে দাবি করা হয়, বিজেপির চক্রান্তেই নাকি শাহজাহানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের ঝুলি সাজিয়েছিলেন সন্দেশখালির মহিলাদের একাংশ। এদিকে গতবছর আগস্ট মাসে কর্তব্যরত অবস্থায় আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় এক তরুণী চিকিৎসককে। সেই ইস্যুকে বিরোধীরা নিজেদের মতো করে কাজে লাগানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ ওঠে। ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই একজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.