সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪০০ পারের ডাক দিয়ে তিনশোও ছুঁতে পারেনি এনডিএ জোট। নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরসিতে বসতে পারবেন কিনা তা নিয়েও খানিক দোলাচল রয়েছে। যে রামের দোহাই দিয়ে ভোট বৈতরণী পারের চেষ্টা করেছিল বিজেপি, সেই রামের নাম নিয়েই তাদের খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের খোঁচা, “রাম আয়া, ইনসাফ আয়া।” অর্থাৎ প্রভু রাম এসেছেন, তাই ন্যায় এসেছে। ইন্ডিয়া জোট সরকার গঠন করতে চাইলে কী ভূমিকা নেবে তৃণমূল? দিল্লিতে বৈঠকের পরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে, জানিয়েছেন অভিষেক।
লোকসভা ভোটের পর বুধবার পরবর্তী রণকৌশল ঠিক করতে দিল্লিতে বৈঠকে বসছেন ইন্ডিয়া জোটের নেতারা। আমন্ত্রিত তৃণমূলও। কংগ্রেসের তরফে তাদের ডাকা হয়েছে। আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় জানিয়েছিলেন, বৈঠকে ডাক পেলে অভিষেক যাবেন। সেই মতো এদিন দিল্লিতে উড়ে গেলেন তিনি। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের জবাব দেন। উত্তরপ্রদেশে বিজেপির ধাক্কা এবং রামমন্দির যে লোকসভা কেন্দ্রে সেই ফৈজাবাদে গোহারা হেরেছে তারা। এ নিয়েই অভিষেকের খোঁচা, “ওরা বলছিল, ঈশ্বরকে প্রতিষ্ঠা করেছে! আমরা ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে পারি? এই ফল দেখে বলতে হয়, রাম আয়া, ইনসাফ আয়া।”
ইন্ডিয়া জোটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, “আগে দিল্লি যাই। সবার সঙ্গে কথা বলি। এটা তো আমার একার বৈঠক নয়। আলোচনা হোক তার পর সব প্রশ্নের জবাব দেন।” ভোটের ফলের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সঙ্গে বলেন, “এখানে কিং মেকার কেউ নয়। জনতাই রায় দিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বোঝা উচিত, ভারতের মতো বিশাল গণতন্ত্রে শেষ কথা জনতাই বলে, কোনও প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমমন্ত্রী নন। ভোটের ফল বিজেপিকে শিক্ষা দিয়েছে।”
বাংলার ফল নিয়েও উচ্ছ্বসিত তৃণমূলের ‘সেনাপতি’। বলছেন, “বিজেপি বার বার আসুক, বাংলার ভোট নিয়ে ভবিষ্যদ্বানী করুক। ওরা বিধানসভায় বলেছিল, ২০০ পার, তৃণমূল ২০০-র বেশি আসন পেয়েছে। লোকসভায় বলল, ৩০টি আসনে জিতবে, তৃণমূল ২৯টি আসনে জিতল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.