Advertisement
Advertisement
Abhishek Banerjee

রাষ্ট্রসংঘে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা, নরওয়েতে আমন্ত্রিত অভিষেক বন্দ্যোপাধ্যায়

১৭ থেকে ২২ নভেম্বর, ৬ দিন ধরে ওসলোতে চলবে এই অনুষ্ঠান।

Abhishek Banerjee invited for UN women program in Norway
Published by: Amit Kumar Das
  • Posted:November 9, 2024 9:50 pm
  • Updated:November 9, 2024 10:25 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাষ্ট্রসংঘের নারী ক্ষমতায়ন সংক্রান্ত অনুষ্ঠানে আমন্ত্রিত ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতে অবস্থিত নরওয়ে দূতাবাস ও রাষ্ট্রসংঘের মহিলার অধিকার সংক্রান্ত বিভাগের উদ্যোগে নরওয়ের রাজধানী ওসলোতে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান। আগামী ১৭ থেকে ২২ নভেম্বর ৬ দিন ধরে চলা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

বাংলা তথা গোটা দেশে নারী ক্ষমতায়ণের অন্যতম পথিকৃৎ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের জন্য একাধিক জনকল্যাণ মূলক প্রকল্পের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের জায়গা করে দিতে বার বার সক্রিয় হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। শেষ লোকসভা নির্বাচনে বাংলা থেকে জয়ী ২৯ জন সাংসদের মধ্যে ১১ জনই মহিলা, শতাংশের বিচারে যা প্রায় ৩৮%। এবং দেশের মধ্যে কোনও রাজ্য থেকে এই সংখ্যাটা সর্বাধিক। রাজ্যের নারী ক্ষমতায়নের এমন অসামান্য নজিরের মাঝে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে রাষ্ট্রসংঘের নারী ক্ষমতায়ন সংক্রান্ত অনুষ্ঠানে আমন্ত্রণ নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।

Advertisement

ভারতের নরওয়ে দূতাবাস ও রাষ্ট্রসংঘের মহিলার অধিকার সংক্রান্ত বিভাগের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বিশ্বে নারীর ক্ষমতায়ন ও তাঁদের সমানাধিকার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরওয়ে পার্লামেন্ট ও প্রশাসনের শীর্ষ কর্তারা। এখানে তুলে ধরা হবে নারীর অধিকার রক্ষায় সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচিগুলিকে। তুলে ধরা হবে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে নারীর সমানাধিকারের গুরুত্ব। এমন এক অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ তৃণমূল দলের কাছে বড় গৌরবের বিষয় হিসেবেই দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে এই রাষ্ট্রসংঘের মঞ্চে সম্মানিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। রাজ্যের কন্যাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। ২০১৭ সালে রাষ্ট্রসংঘের মঞ্চে সেরার শিরোপা পায় প্রকল্পটি। জনকল্যাণ ও নারী ক্ষমতায়নে বাংলার সেই সাফল্যের পর এবার রাষ্ট্রসংঘের এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement