Advertisement
Advertisement
Abhishek Banerjee

কথা বলবে পারফরম্যান্সই, সংগঠনে রদবদলের খসড়া তালিকা মমতাকে দিলেন অভিষেক

বীরভূমে সংগঠন চালানোর ক্ষেত্রে কোর কমিটির পক্ষেই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee hints to reshuffle organisation soon
Published by: Sucheta Sengupta
  • Posted:November 7, 2024 6:44 pm
  • Updated:November 7, 2024 6:52 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: চোখের চিকিৎসার জন্য একটা দীর্ঘ সময় রাজনীতি থেকে দূরে ছিলেন। প্রায় মাস দেড়েক তাঁকে দেখা যায়নি। কিন্তু কালীপুজোর ঠিক আগে শহরে ফিরে ফের সক্রিয় হয়ে উঠেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের জন্মদিনে অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কেক কাটার পর কালীঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। দীর্ঘ বিরতিতে যাওয়ার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ তিনি সেরে গিয়েছেন। তার মধ্যে অন্যতম জেলা সংগঠনে রদবদল। এদিন অভিষেক জানালেন, বিদেশ যাওয়ার আগে তিনি সেই খসড়া করে দলনেত্রীর হাতে দিয়ে গিয়েছেন। বদল শুধু সময়ের অপেক্ষা।

চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার শাসকদলের ফল ছিল নজরকাড়া। বিয়াল্লিশের মধ্যে ২৯ টি আসনই এসেছিল তৃণমূলের দখলে। বিজেপি আটকে গিয়েছিল বারোয়। তবে এমন ফলাফলে আত্মতুষ্টি নয়, বরং আরও সতর্ক হয়েছে শাসক শিবির। তৃণমূল স্তর থেকে সংগঠনকে আরও মজবুত করতে খোলনলচে বদলে ফেলার নীল নকশা করেও ফেলেছে শীর্ষ নেতৃত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের মঞ্চেই সেকথা ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন, তিনমাসের মধ্যে জেলা সভাপতি পদে রদবদল করা হবে। বলামাত্রই কাজও শুরু করে দিয়েছিলেন তিনি। কারা বাদ পড়ছেন, কারা নতুন পদে আসছেন, সেসব অভিষেক নিজে সুপারিশ করে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই খসড়া তিনি তুলেও গিয়েছিলেন।

Advertisement

বৃহস্পতিবার নিজের জন্মদিনে সেসব কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, আপাতত কলকাতা ছাড়া বাংলা জুড়ে ১২৫ টি পুর এলাকায় রদবদল হবে। পারফরম্যান্সের ভিত্তিতে জেলা সভাপতি পদেও বদল হবে। তার সম্ভাব্য তালিকাও দেওয়া আছে দলনেত্রীর কাছে। তবে সবটাই সুপারিশ। সংগঠনে বদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। এদিন অভিষেক আরও বলেন, বীরভূমে কোর কমিটির নেতৃত্বে ২০২৪-এর ভোটে সেখানে ভালো ফলাফল হয়েছে। দুই সাংসদের লিড বেড়েছে। তাই কোর কমিটি থাকা উচিত বলে মনে করছেন তিনি। আর জি কর ইস্যুতে সিপিএমকে খোঁচা দিয়ে অভিষেকের বক্তব্য, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যে ভূমিকা পালন করেছে বামেরা, তাতে ছাব্বিশের বিধানসভা ভোটে তাদের ফলাফল আরও খারাপ হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement