সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দোলন, প্রতিবাদ, বঞ্চিতের কণ্ঠস্বর হয়ে ওঠা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ বিশ্ববন্দিত নেত্রী হয়ে উঠেছেন সম্ভবত এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বহুল ব্যবহৃত এই ‘হাতিয়ার’গুলো ব্যবহার করেই। এই মুহূর্তে গোটা দেশে আন্দোলন থেকে উঠে আসা নেতা ক’জনই বা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, অন্তত বিরোধী রাজনীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। সে তুলনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) অনেক নবীন। সেভাবে আন্দোলনের ইতিহাসও ছিল না। সেটাই সম্ভবত এবার বদলে যেতে চলেছে। পিসির দেখানো পথেই আন্দোলনের ইতিহাসে নাম লেখাতে চলেছেন অভিষেক। রাজভবনের ধরনা মঞ্চ সম্ভবত মনে করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে চর্চিত এক অধ্যায়কে।
প্রায় দেড় যুগ আগে ধর্মতলা চত্বরেই নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরনা কর্মসূচি শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেট্রো চ্যানেলে সিঙ্গুরের ‘অনিচ্ছুক’ কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে অনশনে বসেন মমতা। যতক্ষণ না জমি ফেরানো হবে, ততক্ষণ অনশন চলবে। বর্তমান মুখ্যমন্ত্রীর সেই অনশন কর্মসূচি তাঁর রাজনৈতিক জীবনের তো বটেই সার্বিকভাবে বঙ্গ রাজনীতিতে নয়া অধ্যায়ের সূচনার অন্যতম অনুঘটক হিসাবে কাজ করেছিল।
দেড় যুগ বাদে প্রায় একইরকম একটি ধরনা কর্মসূচি শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উত্তরসূরি’র ঘোষণা, “রাজ্যপাল যতক্ষণ না আমাদের সঙ্গে দেখা করছেন ততক্ষণ আমি এই ধর্নামঞ্চ থেকে এক চুল নড়ব না।” সেবারে মমতা আন্দোলন করেছিলেন সিঙ্গুরে অনিচ্ছুক জমিদাতাদের জন্য। এবারে অভিষেক আন্দোলন করছেন কেন্দ্রীয় প্রকল্পে ‘বঞ্চিত’দের জন্য। আন্দোলনের ধরন, প্রক্রিয়া এবং লক্ষ্য, সবকিছুতেই যেন অদ্ভুতরকমের মিল। রাজনৈতিক মহল তাই পুরো বিষয়টাতেই ‘ফ্ল্যাশব্যাক’ দেখছে। অভিষেক যে দৃঢ়চেতা মানসিকতা নিয়ে ধরনা মঞ্চে বসে রয়েছেন, তাতে তাঁর মধ্যে অনেকেই পিসির ছায়া দেকজতে পাচ্ছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল মমতাকে যেভাবে দলের প্রবীণ-নবীন প্রজন্ম ঘিরে থাকত, অভিষেকের ক্ষেত্রেও ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। তিনিও যেন পিসির মতোই নবীন-প্রবীণের ব্যবধান ঘুচিয়ে দিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অসুস্থতার জন্য সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশ নিতে পারছেন না। তবে শোনা যাচ্ছে, আড়াল থেকে তিনিও অভিষেকের ধরনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। আর তৃণমূলের (TMC) বর্তমান ‘সেনাপতি’র নেতৃত্বে যেভাবে রাজভবন অভিযান এবং ধরনা কর্মসূচিতে সাড়া মিলেছে, তাতে নেত্রীও খুশি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.