Advertisement
Advertisement
Abhishek Banerjee on Anti Rape Law

‘পথ দেখাচ্ছে বাংলা, এবার কেন্দ্রের পালা’, ধর্ষণবিরোধী আইন নিয়ে চাপ বাড়ালেন অভিষেক

বিধানসভায় পেশ হয়েছে ধর্ষণ বিরোধী বিল।

Abhishek Banerjee creates pressure on Modi govt over stringent Anti Rape Law
Published by: Paramita Paul
  • Posted:September 3, 2024 4:22 pm
  • Updated:September 3, 2024 7:41 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভায় পেশ হয়েছে ধর্ষণবিরোধী বিল। পথ দেখাচ্ছে বাংলা। এবার কেন্দ্রীয় সরকারের পালা। ধর্ষণবিরোধী কড়া আইন নিয়ে মোদি সরকারের উপর চাপ বাড়াচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, ‘প্রতি ১৫ মিনিটে ধর্ষণের ভয়াবহ পরিসংখ্যান আগেই তুলে ধরেছি। সময় নির্ধারিত ধর্ষণবিরোধী আইনের দাবিও জানিয়েছি।’ উল্লেখ্য, এদিন রাজ্য বিধানসভায় ধর্ষণবিরোধী বিল পেশ হয়েছে। সেই কথা মনে করিয়ে অভিষেক লিখেছেন, ‘কড়া ধর্ষণবিরোধী আইন এনে পথ দেখিয়েছে বাংলা। এবার কেন্দ্রকে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে।’

Advertisement

[আরও পড়ুন: দুর্নীতি মামলায় CBI-এর জালে সন্দীপ, সদস্যপদ খারিজ করল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন]

পরিশেষে অভিষেকের দাবি, ধর্ষণের মতো নৃশংস ঘটনায় দোষীকে ৫০ দিনের মধ্যে শাস্তি দিতে হবে। এই মর্মে কেন্দ্র দ্রুত অর্ডিন্যান্স আনুক অথবা সংসদের আগামী অধিবেশনে ভারতীয় ন্যায় সংহিতায় সংশোধনী আনুক। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ধর্ষণবিরোধী আইনের স্বপক্ষে সওয়াল করেছেন অভিষেক। সোশাল মিডিয়ায় বার বার সরব হয়েছেন। মঙ্গলবার রাজ্য বিধানসভায় বিল পেশ হওয়ার পর আরও একবার সেই দাবি জানালেন।

[আরও পড়ুন: ‘যত দ্রুত সম্ভব ছেড়ে দাও’, মেয়েদের নিরাপত্তায় পরামর্শ মুখ্যমন্ত্রীর, ফুঁসে উঠলেন শুভেন্দু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement