Advertisement
Advertisement
Abhishek Banerjee

ভুয়ো ভোটার ধরতে তৎপর তৃণমূল, ১৫ মার্চ ভারচুয়াল বৈঠক ডাকলেন অভিষেক

ওইদিনের বৈঠকে কোর কমিটির সমস্ত সদস্য, সমস্ত জেলা সভাপতি এবং শাখা সংগঠনের নেতৃত্বকে আলোচনায় অংশ নিতে বলা হয়েছে।

Abhishek Banerjee calls virtual meeting regarding scrutiny of voter list on March 15
Published by: Sucheta Sengupta
  • Posted:March 6, 2025 5:13 pm
  • Updated:March 6, 2025 6:13 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ছাব্বিশের আগে ভোটার তালিকা থেকে জল-দুধ পৃথক করার কাজে তৎপরতা বাড়িয়েছে তৃণমূল। ভিন রাজ্যের ভোটারদের নাম এ রাজ্যের তালিকায় থাকা নিয়ে একাধিকবার নানা সভায় সরব হয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যান্য নেতারা। গত ২৭ ফেব্রুয়ারির মেগা বৈঠকে এনিয়ে কড়া বার্তা দিয়েছেন দলনেত্রী। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে ৩৬ জনের কমিটির সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, নিজ নিজ এলাকায় ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ করতে। সেই কাজের অগ্রগতি কতটা, তা নিয়ে বৃহস্পতিবার এই কমিটি তৃণমূল ভবনে একটি বৈঠক করেছে। তবে অন্য কাজে ব্যস্ত থাকায় এদিনের বৈঠকে ছিলেন না কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী ১৫ মার্চ ভোটার তালিকা সংক্রান্ত কমিটিকে ভারচুয়াল বৈঠকে ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকেই বলা হয়েছে, আগামী ১৫ মার্চ বিকেল ৪টে নাগাদ সময়ে দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে ‘ভারচুয়াল’ বৈঠক করবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে রাজ্য কমিটির সমস্ত সদস্য, সমস্ত জেলা সভাপতি এবং শাখা সংগঠনের নেতৃত্বকে আলোচনায় অংশ নিতে বলা হয়েছে। ওই দিন জেলা থেকে পাওয়া রিপোর্টগুলি খতিয়ে দেখে দলনেত্রীর কাছে পেশ করা হবে বলে খবর।  এদিন অভিষেকের অনুপস্থিতি নিয়ে নানা মহলে জল্পনা উসকে উঠলেও তা কার্যত উড়িয়ে দিয়েছে নেতৃত্ব। এনিয়ে দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘মনে রাখতে হবে, অভিষেক ১৫ তারিখে যে বৈঠক করবেন, তা কিন্তু ভারচুয়াল। অর্থাৎ, তাঁকে তৃণমূল ভবনে আসতে হবে না।’’

Advertisement

জানা গিয়েছে, প্রথম বৈঠকে ভোটার তালিকা সংশোধন ও স্ক্রুটিনির কাজে একেকটি সাংগঠনিক জেলায় ভাগ করে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সি নিজে দেখবেন দক্ষিণ কলকাতায় ভোটার তালিকা সংশোধনের কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব দক্ষিণ ২৪ পরগনা জেলার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement