Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

‘আদালত অবমাননার মামলা হোক’, ভোট হিংসায় অভিযুক্তদের ‘হাই কোর্টের সুরক্ষা’ নিয়ে উষ্মা অভিষেকের

এসএসকেএমে আহত দলীয় কর্মীদের দেখতে যান অভিষেক।

Abhishek Banerjee attacks BJP and a part of Judiciary system from SSKM after he met injured TMC workers there | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 14, 2023 8:02 pm
  • Updated:July 14, 2023 8:28 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অনেক অশান্তি, রক্তাক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে মিটেছে রাজ্যের পঞ্চায়েত ভোট (Panchayat Election)। ফলপ্রকাশের পরও সেই পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। রাজ্যের একাধিক স্পর্শকাতর এলাকায় এখনও অশান্তি অব্যাহত। ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে আহত অনেকে। নন্দীগ্রামের একাধিক জায়গায় বিজেপির বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর জখম হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভরতি তৃণমূলের বেশ কয়েকজন কর্মী। তাঁদের দেখতে শুক্রবার এসএসকেএমে গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে ভরতি ১৪ দলীয় কর্মীর সঙ্গে আলাদা করে কথা বললেন তিনি। দেখা করলেন তমলুকের টাউন সভাপতি চঞ্চল খাঁড়ার সঙ্গে। তিনি ভোট পরবর্তী হিংসায় গুরুতর জখম হন।

Advertisement

সেখান থেকে বেরিয়ে বিজেপির প্রতি খড়গহস্ত হওয়ার পাশাপাশি বিচারব্যবস্থার একাংশ নিয়ে যথেষ্ট উষ্মাপ্রকাশ করলেন তিনি। অভিযোগ, হিংসায় অভিযুক্তদের ‘হাই কোর্টের সুরক্ষাকবচ’ রয়েছে বলে পুলিশ ব্যবস্থা নিতে পারছে না। চ্যালেঞ্জের সুরে তাঁর বক্তব্য, ”বিজেপিকে হৃষ্টপুষ্ট করতে বিচারপতিদের একাংশ কাজ করছেন। দরকার হলে আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করুন, এসব বলছি বলে।” 

এদিন অভিষেক আহতদের সকলের সঙ্গে আলাদাভাবে দেখা করেন, কথা বলেন। অভিযুক্তদের তালিকাও নিয়েছেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”আমি ২০ জন অভিযুক্তের তালিকা নিয়ে যাচ্ছি এখান থেকে। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। এখন প্রশ্ন হল, পুলিশ কেন তাঁদের ধরছে না? যারা এধরনের কাজের সঙ্গে যুক্ত, আইন না মেনে লাগাতার কাজ করে চলেছে, তারা তো বিজেপি করে। হাই কোর্টের রক্ষাকবচ রয়েছে তাঁদের সঙ্গে। আদালত কেন তাঁদের রক্ষাকবচ দিয়ে চলেছে, আমি জানি না। বিজেপির মতো একটা দলকে হৃষ্টপুষ্ট করতে বিচারপতিদের একাংশ যোগসাজশ করে কাজ করছেন। আমাদের তো রক্ষাকবচ দেওয়া হয় না।” সেইসঙ্গে তাঁর আত্মবিশ্বাসী বক্তব্য, ”এর জন্য যদি আদালত অবমাননার মামলা হয়, তো হোক। তবু আমি সাদাকে সাদা, কালোকে কালো বলব।”

এদিন বিজেপিকে বাক্যবাণে বিদ্ধ করার পাশাপাশি অভিষেক পরবর্তী দিনের রাজনৈতিক লক্ষ্যও স্থির করে দেন। পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রাপ্তি ৫১ শতাংশের বেশি ভোট। আগামী লোকসভায় তা ৫৬ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করবেন অভিষেকও।

[আরও পড়ুন: ফের স্থগিত ডিএ মামলার শুনানি, অপেক্ষা আরও বাড়ল সরকারি কর্মীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement