Advertisement
Advertisement
Abhishek Banerjee

জল্পনার অবসান, ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই

দলের কোষাধ্যক্ষ হচ্ছেন অরূপ বিশ্বাস। পদ পেলেন সুব্রত-ফিরহাদরাও।

Abhishek Banerjee appointed TMC all India General secretary | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:February 18, 2022 6:18 pm
  • Updated:February 18, 2022 6:51 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জল্পনার অবসান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার দলের নতুন কার্যকরী কমিটির বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেককেই বেছে নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি তৃণমূলের সূত্রের। এর পাশাপাশি দলের নতুন সহ-সভাপতি হিসাবে তিনজনের নাম চূড়ান্ত করেছেন দলনেত্রী। এরা হলেন যশবন্ত সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুব্রত বক্সি (Subrata Baksi)। এছাড়াও দলের একাধিক কমিটির নেতৃত্বে থাকবেন অভিষেক। 

তৃণমূলের কোষাধ্যক্ষ হচ্ছেন অরূপ বিশ্বাস। এছাড়াও দলের চেয়ারপার্সন এবং কর্মসমিতির মধ্যে সমন্বয়কারী হিসাবে ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের আর্থিক নীতি নির্ধারণ করবেন অমিত মিত্র (Amit Mitra) এবং যশবন্ত সিনহা-সহ কয়েকজন। এদিন তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে  দলের জাতীয় মুখপাত্র হচ্ছেন সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy), কাকলি ঘোষ দস্তিদার এবং মহুয়া মৈত্র। উত্তরপূর্বের রাজ্যেগুলিতে দলের সংগঠন দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে সুস্মিতা দেবকে। এদিনের বৈঠকে ভিনরাজ্য থেকেও নেতারা এসেছিলেন। ডাকা হয়েছিল মেঘালয়ের মুকুল সাংমা (Mukul Sangma), উত্তরপ্রদেশের রাজেশপতি ত্রিপাঠী, ত্রিপুরার সুবল ভৌমিক, গোয়ার লুইজিনহো ফ্যালেইরো, হরিয়ানার অশোক তানোয়ারকে। এরাই ওই রাজ্যগুলিতে তৃণমূলের সংগঠন বৃদ্ধির দায়িত্ব পেয়েছেন।  

Advertisement

[আরও পড়ুন: জল্পনার অবসান, ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই]

বস্তুত, গত ১২ ফেব্রুয়ারি নতুন কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করলেও কোনও পদাধিকারীর নাম ঘোষণা করেনি তৃণমূল। কর্মসমিতির সদস্যরা পদাধিকারী নির্ধারণের ভার দলনেত্রীর উপরেই ছেড়েছিলেন। তারপর থেকেই তৃণমূলে (TMC) অভিষেকের অবস্থান নিয়ে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। দলের বর্ষীয়ান নেতাদের সঙ্গে অভিষেকের সম্পর্ক নিয়েও বহু লেখালেখি হয়েছে। কিন্তু শেষপর্যন্ত সব জল্পনা-গুজব উড়িয়ে কার্যত আগের মতোই কমিটি গড়ে দিলেন মমতা। যাতে নবীন এবং প্রবীণদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করা হয়েছে। অভিষেককে যেমন সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বহাল করা হল, তেমনি দলের সিনিয়র নেতা সুব্রত বক্সিকে করা হল সর্বভারতীয় সহ-সভাপতি। সর্বভারতীয় স্তরে গ্রহণযোগ্য মুখ হিসাবে সহ-সভাপতি করা হয়েছে যশবন্ত সিনহাকে।  মহিলা মুখ হিসাবে সহ-সভপতি হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমরাও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। 

[আরও পড়ুন: রাজ্যে বিজেপির অন্তর্কলহের মধ্যেই RSS-এর কাঠামোয় ফাটল! বন্ধ আটশোর বেশি শাখা]

সূত্রের খবর, এদিন কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন। কর্মসমিতির সদস্যদের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন কর্মসমিতির বৈঠকের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে কথা বলেন তৃণমূলে নেত্রী। পরে অভিষেক এবং মমতা পৃথকভাবে বৈঠক করেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), মলয় ঘটকদের সঙ্গেও। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement