সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠির পরিপ্রেক্ষিতে জেরা থেকে অব্যাহতি চেয়ে ফের কলকাতা হাই কোর্টে আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই মুহূর্তে এই মামলা বিচারাধীন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানেই বৃহস্পতিবার অভিষেক নতুন করে আবেদন জানান। মামলার শুনানি হতে পারে শুক্রবার।
কুন্তল ঘোষ এর আগে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন, তদন্তে জেরা করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। তা হাই কোর্টের গোচরে এলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) নির্দেশ দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যান অভিষেক। শীর্ষ আদালতে স্বস্তি মেলে। প্রথমে অভিষেকের জেরায় স্থগিতাদেশ দেওয়া হয়। তারপর মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নতুন বিচারপতির নিয়োগের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI) ডিওয়াই চন্দ্রচূড়।
সেই নির্দেশমতো কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি স্থানান্তরিত হয়। বিচারপতি শুনানিতে প্রশ্ন তোলেন, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা করতেে অসুবিধা কোথায়? তদন্তকারী সংস্থা যাকে মনে করবে, জেরা করতেই পারে বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি। বৃহস্পতিবার তাঁর এজলাসেই অভিষেক নতুন করে আবেদন জানান, তাঁকে জেরা থেকে অব্যাহতি দেওয়া হোক। এনিয়ে আজ কোনও হস্তক্ষেপ করেনি হাই কোর্ট। সম্ভবত শুক্রবার মামলাটি শুনানির জন্য পেশ করা হবে। তবে এবার অভিষেকের আবেদন মঞ্জুর হবে কি না, সেদিকে নজর সংশ্লিষ্ট মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.