ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন করে তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। আগামী ৯ তারিখ তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। সেইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকেও তলব করল ইডি (ED)। আগামী ১১ অক্টোবর তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছে বলে খবর। সূত্রের খবর, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বয়ান রেকর্ড করতে চান ইডি আধিকারিকরা। তাঁদের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে নতুন কয়েকটি তথ্য এসেছে। তার ভিত্তিতেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। আর তাঁর বয়ানও রেকর্ড করা হতে পারে।
এর আগে বিদেশ থেকে সোনা আনার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন রুজিরা বন্দ্য়োপাধ্যায়। প্রতিবারই তিনি হাজিরা দিয়েছেন এবং নথিপত্র তুলে দিয়েছেন তদন্তকারীদের হাতে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করার পর বুধবার স্ত্রী রুজিরাকেও নোটিস পাঠানো হল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মা-বাবাকে ৬ ও ৭ অক্টোবর তলব করা হয়েছে। আর পরের সপ্তাহে রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়কে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও অভিষেকের মা-বাবাকে লিপস অ্যান্ড বাউন্ডসের মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু দিল্লিতে পূর্বঘোষিত বড় কর্মসূচি থাকায় তিনি হাজিরা দেননি। নতুন করে হাজিরার দিনক্ষণ চেয়ে আবেদন জানিয়েছিলেন। মঙ্গলবার তা নিয়ে হাই কোর্টের প্রশ্নের মুখে পড়ে ইডিও। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সওয়াল-জবাবের সময়ে অভিষেকের আইনজীবী জানিয়েছিলেন, দিল্লির কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন, তাই ওইদিন ইডি দপ্তরে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। বিচারপতির নির্দেশ ছিল, যত দ্রুত সম্ভব নতুন দিন ঠিক করে ফের অভিষেককে তলব করা হোক এবং নিয়োগ দুর্নীতি নিয়ে দ্রুত রিপোর্ট দিক ইডি।
সেইমতো বুধবার সকালে জানা গেল, অভিষেককে ৯ তারিখ ফের তলব করা হয়েছে। ১০ তারিখ আদালতে রিপোর্ট পেশ করতে চায় ইডি। সেই কারণে ৯ অক্টোবর ডেকে পাঠানো হল। আর ১১ অক্টোব রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.