ফাইল ছবি।
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এসএসসির প্রায় ২৬ হাজার ‘বাতিল’ চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী রায় সামনে আসার পরই ‘তৃপ্ত’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। অন্যদিকে এক্স হ্যান্ডেলে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর খোঁচা, বিজেপির ছোড়া বোমা নিষ্ক্রিয় করেছে সুপ্রিম কোর্ট।
নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, “সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশী এবং মানসিকভাবে তৃপ্ত।” তাঁর আরও সংযোজন, “সমগ্র শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।”
🙏
I am really very happy and mentally relaxed on receipt of justice at the highest Court of the land. Congratulations to the entire teaching fraternity and my humble regards to the Hon’ble Supreme Court of India.🙏
সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশী এবং…— Mamata Banerjee (@MamataOfficial) May 7, 2024
নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লিখেছেন,”বাংলার ভাবমূর্তি নষ্ট এবং রাজ্য সরকার উৎখাতের জন্য এক সপ্তাহ আগে বোমা ছুড়েছিল বিজেপি। মাননীয় সুপ্রিম কোর্ট বিজেপির ছোড়া সেই বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে। সত্যের জয় হল।” তিনি জানিয়েছেন, সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে শেষ নিশ্বাস পর্যন্ত মানুষের পাশে থাকতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তবে তাৎপর্যপূর্ণভাবে নিজের বার্তায় কোথাও চাকরি বাতিল নিয়ে সুপ্রিম রায়ের উল্লেখ করেননি। ওয়াকিবহাল মহল মনে করছে, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা নিয়েই এই বার্তা দিলেন তৃণমূলের ‘সেনাপতি’। যদিও বিজেপি বলছে, “এটা অন্তর্বর্তী রায়। সিবিআই তদন্ত তো চলছে। প্রকৃত দোষী সামনে আসবে।”
The Honorable Supreme Court has DEFUSED the BJP’s ‘EXPLOSIVE’ hurled last week to malign Bengal’s image and destabilize WB government.
TRUTH HAS TRIUMPHED!
We will continue to defy all odds and stand shoulder to shoulder with the people until our last breath.
জয় বাংলা 💪🏻
— Abhishek Banerjee (@abhishekaitc) May 7, 2024
কলকাতা হাই কোর্টের রায়ে বাতিল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। ওই মামলার শুনানি শেষে আপাতত চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। চাকরিহারাদের ১২ শতাংশ হারে বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। রাজ্য জানিয়েছে সুপারনিউমেরিক পদে কোনও নিয়োগ হয়নি। তাই মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ বহাল রাখল। তবে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপ করা যাবে না। পরবর্তী শুনানি আগামী ১৬ জুলাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.