Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

‘আমার অফিসের নামে, আইপ্যাকের নামে তোলাবাজি’, সতর্ক করে হেল্পলাইন নম্বর দিলেন অভিষেক

অভিষেকের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে 'ভুয়ো' ফোনকল ভেরিফাই করতে পারবেন দলের নেতা-কর্মীরা।

Abhishek Banerjee allerts on fraud calls in the name of AB's office and I Pac for extortion
Published by: Sucheta Sengupta
  • Posted:March 15, 2025 9:20 pm
  • Updated:March 15, 2025 9:28 pm  

কৃষ্ণকুমার দাস ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করে নানারকম প্রলোভন, তোলাবাজির অভিযোগ। কখনও আবার ভোটকুশলী আইপ্যাকের নামেও একই অভিযোগ ওঠে। রাজ্যের নানা প্রান্ত থেকে এমন ‘জালিয়াতি’র খবর এসেছে দলের কাছে। সেসব উল্লেখ করে শনিবার ভোটার তালিকা সংক্রান্ত ভারচুয়াল বৈঠক দলের নেতাদের সতর্ক করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এধরনের কোনও ফোন কেউ পেলে, অভিযোগ জানানোর কথা বলে হোয়াটসঅ্যাপ নম্বরও দিলেন তিনি।

শনিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে ভারচুয়াল বৈঠকে যোগ দেন দলের নানা স্তরের ৪৫০০ জন নেতা, কর্মী। মূল আলোচ্য বিষয় ছিল, ভোটার তালিকায় কারচুপির মোকাবিলা সংক্রান্ত রণকৌশল স্থির করা। তা নিয়ে সংগঠনের একাধিক রদবদল এবং নেতা-কর্মীদের নির্দিষ্ট কর্মসূচি স্থির করে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে তিনি আইপ্যাকের নাম করে তোলাবাজির অভিযোগ নিয়ে সতর্ক করে দেন দলকে।

Advertisement

তাঁর কথায়, ”একটা অভিযোগ আসছে, আমার অফিসের নাম করে এবং আইপ্যাকের নাম করে কেউ বা কারা ফোনে বলেছে, ‘তোমায় প্রেসিডেন্ট করে দেব, তোমায় ব্লকের দায়িত্ব দেব।’ এরকম ঘটনায় অনেকেরই আগে গ্রেপ্তার হয়েছে। ৮১৪২৬৮১৪২৬ এই নম্বরটা দিয়ে রাখছি। যে বা যারা এরকম ফোন পাবেন, তাঁর নাম জেনে ভেরিফাই করে নেবেন এই নম্বরে। কেউ গেলে জেলা সভাপতির কাছে বা ব্লক বা টাউন সভাপতির কাছে আগাম বার্তা থাকবে। তিনি যদি না হন, তাহলে কাউকে এন্টারটেন করবেন না। আমার অফিসে জানাবেন।”

সেইসঙ্গে অভিষেক এও জানান, এ ধরনের অভিযোগ জমা পড়লে প্রথমে তা খতিয়ে দেখা হবে দলের তরফে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আসলে আগামী বছরের বিধানসভা ভোটের দিকে কথা ভেবে এখন থেকেই দলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ গোড়া থেকে উপড়ে ফেলতে তৎপর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তাই এত কড়া পদক্ষেপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub