Advertisement
Advertisement

Breaking News

Abhijit Gangopadhyay

‘ইস্তফা নয় ব্যাখ্যা দেব, লড়াই চলবে’, টিভিতে সাক্ষাৎকার নিয়ে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

টিভিতে ইন্টারভিউ দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay speaks over television Interview | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 25, 2023 3:50 pm
  • Updated:April 25, 2023 3:50 pm  

গোবিন্দ রায়: সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের মন্তব্য চরম অস্বস্তিতে ফেলেছে বিচারপতিকে। এরই মধ্যে গুঞ্জন, ইস্তফা দিতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদিও এই জল্পনাকে ফুৎকারে উড়িয়েছন বিচারপতি।

বিষয়টা ঠিক কী? কিছুদিন আগে সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আগামী শুক্রবারের মধ্যে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে। এর ফলেই বিভিন্ন মহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ভূমিকা কী হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারও দাবি, ইস্তফা দিতে চলছেন তিনি। তবে এই জল্পনার যে কোনও সত্যতা নেই, এজলাসে স্পষ্টভাবে তা জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রকাশ করলেন ক্ষোভ।

Advertisement

[আরও পড়ুন: ‘দরকারে আমাকে মারো, গরিবদের না’, বীরভূম থেকে রাজনৈতিক হিংসা নিয়ে বিজেপিকে নিশানা ফিরহাদের]

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “কে রটাচ্ছে আমি পদত্যাগ করছি? আমি পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে, সে লড়াই চলবে। আমি তো চিরকাল এখানে থাকব না, কিন্তু লড়াই চলবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমাকেই এর ব্যাখ্যা দিতে হবে। আমি ইন্টারভিউ দিয়েছি, আমাকেই ব্যাখ্যা দিতে হবে। যা বলিনি সেটা নিয়েই অভিযোগ করা হচ্ছে।” তবে এদিন এজলাসে বসে বিচারপতি কোন লড়াই চালানোর কথা বলেছেন, তা স্পষ্ট নয়।

[আরও পড়ুন: এবার জিআই স্বীকৃতির অপেক্ষায় বলাগড়ের নৌকাশিল্প, সুদিন ফেরার আশায় শিল্পীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement