নিজস্ব ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদি (Narendra Modi) খুব ভালো মানুষ। বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Abhijit Gangopadhyay) মুখে। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পরেই এই কথা বলেন তিনি।
বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ বলেন, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে একমাত্র লড়াই করছে বিজেপি (BJP)। সেই জন্যই গেরুয়া শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়নি অভিজিতের। মাত্র সাতদিনের মধ্যে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেওয়ার পরেই প্রধানমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট সদ্যপ্রাক্তন বিচারপতির। তবে ভোটে দাঁড়াবেন কিনা সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই দাবি অভিজিতের।
কেবল মোদি নয়, শুভেন্দু অধিকারীর হয়েও সুর চড়াতে দেখা গেল কলকাতা হাই কোর্টের সদ্যপ্রাক্তন বিচারপতিকে। তিনি বলেন, “নারদ কাণ্ড একটা চক্রান্ত। কেন চক্রান্ত, কে চক্রান্ত করেছিলেন সেটা খোঁজ নিয়ে দেখতে হবে।” সাংবাদিকদের প্রশ্ন , তাহলে নারদ কাণ্ডে যেসব তৃণমূল নেতার নাম জড়িয়েছিল তাঁরাও কি ষড়যন্ত্রের শিকার? অভিজিতের কথায়, তৃণমূল নেতারাও সেই চক্রান্তের শিকার।
তার পরেই প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা যায় অভিজিতের গলায়। তাঁর মতে, “নরেন্দ্র মোদি ভালো মানুষ।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রকৃত রাজনীতিবিদ হিসাবে সার্টিফিকেট দেন তিনি। তবে এদিনের সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলকে কার্যত তুলোধনা করেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল শেষ হয়ে যাবে বলে মনে করেন অভিজিৎ। জানান, ২০০৯ সালে তৎকালীন শাসকদল সিপিএমের যা পরিণতি হয়েছিল, এবার তাই হবে তৃণমূলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.