Advertisement
Advertisement
Jorabagan

এক ল্যাংয়ে কুপোকাত! পুলিশকর্মীর উপস্থিত বুদ্ধিতে পালানোর চেষ্টা ব্যর্থ অভিযুক্তের

জোড়াবাগান থানার ঘটনায় জোর শোরগোল।

A youth tries to escape from Kolkata's Jorabagan police station

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:August 17, 2024 11:59 am
  • Updated:August 17, 2024 4:08 pm  

অর্ণব আইচ: ঠিক যেন বলিউড অ্যাকশন সিনেমা! থানা থেকে পালানোর চেষ্টা অভিযুক্তের। যদিও শেষরক্ষা হয়নি। এক পুলিশকর্মীর উপস্থিত বুদ্ধিতেই শেষমেশ শ্রীঘরে ঠাঁই যুবকের। শনিবার সকালে খাস কলকাতার জোড়াবাগান থানার এই ঘটনায় জোর শোরগোল।

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, জোড়াবাগান থানার পুলিশ শুক্রবার রাজু পাসোয়ান নামে এক যুবককে আটক করে। পুলিশের দাবি, সেই সময় তার কাছ থেকে ছুরি এবং আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল। থানাতেই বসিয়ে রাখা হয় তাকে। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলার পরিকল্পনা ছিল পুলিশের। আচমকাই দেখা যায়, ওই যুবক পালানোর চেষ্টা করছে। তাতে বাধা দেন এক এএসআই।  

Advertisement

[আরও পড়ুন: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শামিল ওপার বাংলা, চট্টগ্রামে ‘রাত দখল’ মহিলাদের]

উপস্থিত বুদ্ধির জোরে যুবককে পাকড়াও করেন পুলিশকর্মী। ল্যাং মেরে তিনি অভিযুক্ত যুবককে ফেলে দেন। এর পর ওই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ওই যুবকের কাছে কীভাবে আগ্নেয়াস্ত্র এল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

[আরও পড়ুন: ‘দয়া করে বলবেন না…’, ফের সিজিওতে ঢোকার মুখে কী বললেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement