Advertisement
Advertisement

Breaking News

stabbed to death

সম্পত্তি নিয়ে বিবাদের জের, খাস কলকাতায় ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

পুলিশের দাবি, অভিযোগ স্বীকার করে নিয়েছে অভিযুক্ত।

A youth stabbed to death in Eco park police station area | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 4, 2021 2:28 pm
  • Updated:February 4, 2021 5:12 pm  

কলহার মুখোপাধ্যায়: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে তুতো দাদার হাতে প্রাণ গেল যুবকের। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার ইকো পার্ক (Eco Park) থানা এলাকায়। পুলিশের দাবি, ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে অভিযুক্ত।

নিউটাউনের সুলংগুড়ি এলাকার বাসিন্দা বছর ২৪-এর সাধন ঘোষ। তাঁর জ্যাঠতুতো দাদা মঙ্গল। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে তাঁদের মধ্যে অশান্তি চলছিল। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে আটির মাঠ এলাকায় ছিলেন সাধন ও মঙ্গল। স্থানীয়দের দাবি, সেখানে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় আচমকা ধারালো অস্ত্র দিয়ে সাধনকে এলোপাথারি কোপ মারতে শুরু করে দেয় মঙ্গল। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই যুবক। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় ইকো পার্ক থানায়।

Advertisement

[আরও পড়ুন: অ্যাকাউন্ট ট্রান্সফারের নামে প্রতারণা, টাকার বদলে এ কী পেলেন সাইবার ক্যাফের মালিক!]

জানা গিয়েছে, ইতিমধ্যেই সাধনের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্তকারীদের কাছে অভিযোগ স্বীকার করে নিয়েছে মঙ্গল। গ্রেপ্তার করা হয়েছে তাকে। কিন্তু সত্যিই কি সম্পত্তির জন্যই এই পরিণতি হল সাধনের? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের পরিবার ও প্রতিবেশীদের। দীর্ঘদিনের অশান্তির পরিণতি যে এত ভয়ংকর হবে, তা ভাবতে পারেননি কেউই।

[আরও পড়ুন: বিজেপিতে যাচ্ছেন মমতাবালা ঠাকুর? দলবদলের ‘প্রস্তাব’ প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন তৃণমূল সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement