Advertisement
Advertisement
কলকাতা মেডিক্যাল কলেজ

মেডিক্যাল কলেজের হস্টেলে ‘হস্তমৈথুন’, তরুণীকে জোর করে লিফটে তোলার চেষ্টা, গ্রেপ্তার যুবক

কলকাতা মেডিক্যাল কলেজের এই ঘটনায় আতঙ্কিত সেখানকার মহিলা চিকিৎসকরা।

A youth arrested for allegedly masturbating in calcutta medical college
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 9, 2020 12:57 pm
  • Updated:September 9, 2020 1:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College Kolkata) হস্টেলে প্রকাশ্যে হস্তমৈথুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হন চিকিৎসকরা। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এবিষয়ে এখনও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনাটি ঘটেছে ৮ সেপ্টেম্বর। জানা গিয়েছে, ওইদিনই কলেজে হস্টেলের থার্ড ফ্লোরে হস্তমৈথুন করছিল অভিযুক্ত যুবক। হস্টেলের ওই ফ্লোরেই বিভিন্ন বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট মহিলা ট্রেনি চিকিৎসকরা থাকেন। স্বাভাবিকভাবেই বিষয়টি তাঁদের নজরে পড়ে। এরপরই চিৎকার শুরু করেন তাঁরা। অবস্থা বেগতিক বুঝে সেই সময় লিফটের দিকে ছুটে যায় ওই যুবক। তখন লিফটের পাশেই দাঁড়িয়েছিলেন  পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি এক মহিলা চিকিৎসক। অভিযোগ, ওই মহিলাকে জোর করে লিফটে নিয়ে যাওয়ার চেষ্টা করে করে অভিযুক্ত। সেই সময় আর্তনাদে অন্য চিকিৎসকরা গিয়ে তরুণীকে উদ্ধার করে।

Advertisement

[আরও পড়ুন: ৩ দিন পালিয়ে বেড়িয়েও শেষরক্ষা হল না, গ্রেপ্তার আনন্দপুর কাণ্ডের অভিযু্ক্ত অভিষেক পাণ্ডা[

এরপরই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। কিন্তু কে ওই যুবক? কীভাবে পৌঁছেছিল মেডিক্যাল কলেজের হস্টেলের থার্ড ফ্লোরে? সে বিষয়ে এখনও অন্ধকারে সকলেই। প্রসঙ্গত, মাস খানেক আগেই মেডিক্যাল কলেজের হস্টেলের এক ছাত্রী হাসপাতালের চিকিৎসকের কাছে যৌন নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার কিছু মধ্যে এবার এই কাণ্ড!

[আরও পড়ুন: ‘কোভিড ওয়ার্কার’-এর ছদ্মবেশে হানা লালবাজারের গোয়েন্দাদের, ধৃত জামতাড়া গ্যাংয়ের ৭]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement