শুভময় মণ্ডল: বর্তমান প্রজন্ম মজে রয়েছে মিমে। বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্বদের নিয়ে ব্যঙ্গ, শ্লেষাত্মক মন্তব্যে প্রায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। সেই হাওয়াতে গা ভাসিয়েই বাঙালি মহিলাদের নিয়ে কটূক্তি করেছিল এক যুবক। ইনফোসিসে কর্মরত ওই যুবকের সমালোচনায় সরব গোটা নেটদুনিয়া। তাকে চাকরি থেকে বরখাস্ত করারও দাবি জানিয়েছেন অনেকেই।
নিশান্ত সিং নামে ওই যুবক ইনফোসিসের কর্মী। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সে। সম্প্রতি নারীবিরোধী নানা পোস্টেই ভরে গিয়েছে তার টাইমলাইন। মহিলারা যৌন সম্পর্কের জন্য শুধুমাত্র ব্যবহৃত হন বলেই পোস্ট করে সে। এছাড়াও নিশান্ত তার নিজের টাইমলাইনে লেখে, বর্তমান প্রজন্মের কোনও তরুণীই নাকি একজন পুরষ সঙ্গীকে নিয়ে সন্তুষ্ট নন। তাঁরা একাধিক ছেলের সঙ্গে অনায়াসে সম্পর্ক রাখে। নিশান্তের পোস্ট নেটিজেনদের টাইমলাইনে ছড়িয়ে পড়ে। লাইক, কমেন্টের ঝড় যেমন ওঠে। তেমনই আবার সমালোচনাও শুনতে হচ্ছে নিশান্তকে।
প্রায় অধিকাংশ নেটিজেন ইনফোসিসের কর্মীর তুলোধনা করেছেন। কীভাবে একজন শিক্ষিত যুবক মহিলাদের নিয়ে এমন অশ্লীল মন্তব্য করতে পারে, সেই প্রশ্ন তুলেছে নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার নিশান্তের রুচি নিয়েও সংশয় প্রকাশ করেছেন। যুগের হাওয়ার গা ভাসিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম শেয়ার করে আসলে নিশান্ত নিজের ঘৃণ্য মানসিকতার প্রমাণ দিয়েছে বলেও দাবি করেন অনেকেই। নারীবাদীদের বক্তব্য, একজন মহিলা কী পরছেন, কোথায় যাচ্ছেন, কীভাবে তাঁর জীবন কাটাচ্ছেন তা নিয়ে প্রায় সবসময়ই আলোচনা চলে। যুগ এগোলেও, মানসিকতার যে এখনও বদল ঘটেনি সে প্রমাণই দিল নিশান্ত।
ইতিমধ্যে নিশান্তের বিরোধিতায় ই-মেল ক্যাম্পেন শুরু হয়েছে। নিশান্তের বিরুদ্ধে ইনফোসিসে ই-মেল মারফত অভিযোগ জানান অনেকেই। ই-মেল ক্যাম্পেন করে মহিলাদের অপমানকারী নিশান্তকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন নেটিজেনরা। নিশান্তের মতো কর্মী যে সংস্থায় কাজ করেন সেখানে অন্য কোনও মহিলার চাকরি করা উচিত নয় বলেই দাবি অনেকের।
যদিও ওই সংস্থার তরফে এখনও নিশান্তের বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.