Advertisement
Advertisement

Breaking News

Dum Dum

চরমে অত্যাচার, দমদমের যুবককে ছাদ থেকে ফেলে খুনের চেষ্টা! পুলিশের জালে দাদা ও বৌদি

বেধড়ক মারধর করা হয় যুবককে।

A youth allegedly beaten up by sister in law in Dum Dum | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 23, 2021 3:09 pm
  • Updated:August 23, 2021 3:39 pm  

কলহার মুখোপাধ্যায়: ফের নৃশংসতার সাক্ষী রইল বাংলা। এবার যুবককে আবাসনের পাঁচতলার ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দাদা, বৌদি ও তার মায়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দমদমের (DumDum) নাগেরবাজার নয়াপট্টিতে। ইতিমধ্যেই যুবকের দাদা ও বৌদিকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই যুবকের নাম শুভম চক্রবর্তী। বয়স ১৮। তার বাবা শিবু চক্রবর্তী দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে রয়েছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, শুভমের বৌদি অকথ্য অত্যাচার চালাত তার উপর। তাকে দিয়ে বাড়ির যাবতীয় কাজ করাতো। মারধরও করা হত বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন:রূপা-অনিন্দ্যর দলত্যাগ থেকে শিক্ষা, সংগঠন মজবুত করতে তারকা নেতানেত্রীদের সঙ্গে বৈঠকে BJP ]

জানা গিয়েছে, এই পরিস্থিতিতে সোমবার সকালে শুভমকে নাক খত দিতে দিতে ছাদে নিয়ে যায় তার বৌদি ও বৌদির মা। তারপর থেকে যুবকের খোঁজ মিলছিল না। দীর্ঘক্ষণ পর যুবককে আবাসনের নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি শুভমকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। জখম যুবকের বৌদি ও বৌদির মাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমদম থানার পুলিশ। পুলিশের সামনেও দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। বেশ কিছুক্ষণের চেষ্টায় উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত ২ মহিলাকে উদ্ধার করে পুলিশ। যুবকের দাদা ও বৌদিকে আটক করেছে পুলিশ। কো-অর্ডিনেটর সত্যব্রত সাঁতরা জানান, “যুবকের উপর অত্যাচার চালাত তার দাদা ও তার পরিবারের লোকজন। এদিন তাকে ফেলে দেওয়া হয়।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, মহেশতলায় সম্প্রীতি উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ল লরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement