Advertisement
Advertisement

Breaking News

চুরি

চোর সন্দেহে মানিকতলায় গণপিটুনিতে মৃত যুবক

ইতিমধ্যেই আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

A youth allegedly beaten to death in kolkata's Maniktala area.
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 5, 2019 7:56 pm
  • Updated:June 6, 2019 10:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে গণপিটুনিতে মৃত এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। বুধবার সকালে মানিকতলা চত্বরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। 

[আরও পড়ুন: সারদার পর নারদ কাণ্ড নিয়ে তৎপর সিবিআই, ফের তলব করা হল মির্জাকে    ]

জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয় শিববাড়ি মাঠ এলাকার বাজার থেকে চোর সন্দেহে যুবককে আটক করে স্থানীয়রা। এরপর তাঁকে এলাকার একটি ক্লাবে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। খবর পেয়ে এলাকার কয়েকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, গণপিটুনির জেরেই মৃত্যু হয়েছে ওই যুবকের। 

Advertisement

            [আরও পড়ুনপরিবেশ দিবসের প্রাক্কালে নয়া উদ্যোগ, গাছের গায়ে রাখি বাঁধল স্কুল পড়ুয়ারা]

খবর পেয়েই ওই ক্লাবটিতে যায় মানিকতলা থানার পুলিশ। তদন্তের জন্য পুলিশ কুকুর নিয়ে হাজির হন তাঁরা। সূত্রের খবর, মানিকতলার ওই ক্লাবঘর থেকে উদ্ধার হয়েছে ক্রিকেট ব্যাট, উইকেট এবং বাঁশ। এই ঘটনায় কে বা কারা জড়িত সে ব্যাপারে স্পষ্ট ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে ওই যুবকের মৃত্যুর ঘটনায় যাঁরা জড়িত তাঁদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। তদন্তের স্বার্থে কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, আদৌ ওই যুবককে চুরির ঘটনায় জড়িত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই থমথমে এলাকা।

[আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন বাংলাদেশি অভিনেত্রী অঞ্জু ঘোষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement