অর্ণব আইচ: ভিডিও তোলার জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন যুবক। হুগলি সেতু (Vidyasagar Setu) থেকে ঝাঁপ দিয়েছিলেন ওই যুবক। জনবহুল ওই জায়গা থেকে কীভাবে এই কাণ্ড ঘটালেন তিনি, তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না কেউ। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, ওই যুবক তিলজলার (Tiljala) বাসিন্দা জাকির হোসেন। পাঁচ বন্ধুর সঙ্গে রবিবার বাইকে দ্বিতীয় হুগলি সেতুতে গিয়েছিলেন তিনি। সারাদিন বহু ছবি তোলেন তাঁরা। এরপর তাঁরা ঠিক করেন গঙ্গায় ঝাঁপ দেওয়ার ভিডিও করবে। সেই মতো তিন যুবক মোবাইল ক্যামেরা নিয়ে তৈরি হন। বাকি দু’জন ঝাঁপ দেন। দীর্ঘক্ষণ হয়ে গেলেও তাঁদের হদিশ না মেলায় শুরু হয় খোঁজ। একজনকে উদ্ধার করা সম্ভব হলেও হদিশ মেলেনি অপরজনের। ঘটনার খবর পাওয়ামাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই যুবকের সঙ্গে থাকা ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের থেকে জানার পর গোটা বিষয়টি স্পষ্ট হবে। সূত্রের খবর, প্রায়শই এহেন নানা ভিডিও করত ওই যুবকেরা। তা আপলোড করত ইউটিউবে।
এই প্রথম নয়, এর আগেও মোবাইলে ছবি তোলা, ভিডিও করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছেন যুবক-যুবতীরা। কখনও আবার প্রাণহানির ঘটনাও ঘটেছে, তাতেও টনক নড়েনি কারও। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, হুগলি সেতুতে যেখানে নিরাপত্তা এত কড়া, কীভাবে সেখানে সকলের চোখ এড়িয়ে ঝাঁপ দিল ওই যুবক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.