Advertisement
Advertisement

Breaking News

A young man died to save her baby's life

সন্তানের সঙ্গে খেলা করার সময় বিপত্তি, ছাদ থেকে পড়ে মৃত্যু বাবার, আশঙ্কাজনক খুদে

মর্মান্তিক ঘটনার সাক্ষী বেহালার পর্ণশ্রী।

A young man died to save his daughter's life in Kolkata ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 12, 2020 5:47 pm
  • Updated:December 12, 2020 5:55 pm  

অর্ণব আইচ: বছর দেড়েকের সন্তানের সঙ্গে ছাদে খেলা করার সময় বিপত্তি। চারতলা থেকে নিচে পড়ে গুরুতর জখম সন্তান। আর তাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার। মর্মান্তিক ঘটনার সাক্ষী বেহালার পর্ণশ্রী (Parnashree)। নিছক দুর্ঘটনা বলেই অনুমান পুলিশের। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার অপেক্ষায় তদন্তকারীরা। 

সন্তানকে নিয়ে ছাদে খেলা করছিলেন বেহালার পর্ণশ্রীর বাসিন্দা সুভাষচন্দ্র পাণ্ডা। দুধের শিশুও দিব্যি মজা করছিল। আচমকাই ঘটল বিপত্তি। হাত ফসকে সন্তান চারতলা ছাদ থেকে পেয়ারা গাছ পেরিয়ে সোজা নিচে। চোখের সামনে মেয়েকে পড়ে যেতে দেখে নিজেকে সামলে রাখতে পারেননি বাবা। আর কোন বাবাই বা তা পারেন। তাই তো দিকভ্রান্তের মতো তিনিও ঝাঁপ দেন নিচে। তবে তাতেও লাভ কিছুই হয়নি। কারণ মেয়েকে (Daughter) নিচে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পারেননি তিনি। পরিবর্তে গুরুতর জখম হন বাবা। সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় তাঁকে তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। শিশুকেও নিয়ে যাওয়া হয় একই হাসপাতালে। তবে তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। শিশুর অবস্থা বেশ আশঙ্কাজনক।

Advertisement

Daughter

[আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খাস কলকাতা, মারধর-ভাঙচুরের অভিযোগ দু’পক্ষেরই]

এই মর্মান্তিক খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ। খুদের বাবার দেহ ময়নাতদন্ত পাঠানো হয়েছে। ছাদ থেকে একটি প্লাস্টিকের বল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিশুর সঙ্গে খেলা করতে গিয়েই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাবে না বলেই জানিয়েছেন তদন্তকারীরা। এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। একদিকে বাড়ির ছেলের মৃত্যু আর অন্যদিকে সন্তানের আশঙ্কাজনক অবস্থা, জোড়া ধাক্কায় শোকে পাথর পরিজনেরা।

[আরও পড়ুন: নাড্ডার কনভয়ে হামলা: তিন IPS আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনের জন্য তলব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement