Advertisement
Advertisement

Breaking News

A young lady allegedly gangraped in Rajarhat

জন্মদিনের পার্টির পর রাজারহাটের বৈদিক ভিলেজে তরুণীকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ৪

নির্যাতিতার দাবি, মাদক মেশানো পানীয় খাইয়ে তাঁকে বেহুঁশও করা হয়।

A young lady allegedly gangraped in Rajarhat । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 12, 2022 10:58 am
  • Updated:November 12, 2022 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজারহাটে বৈদিক ভিলেজে গণধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টির পর ওই তরুণীকে একাধিকবার গণধর্ষণ করা হয় বলেই অভিযোগ। নির্যাতিতার দাবি, মাদক মেশানো পানীয় খাইয়ে তাঁকে বেহুঁশ করা হয়। তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে চার যুবককে গ্রেপ্তার করেছে রাজারহাট থানার পুলিশ। ওই রিসর্টটিকে সিল করা হয়েছে। তরুণীর শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে।  

নির্যাতিতার দাবি অনুযায়ী, গত ৯ নভেম্বর রাতে এক বন্ধুর জন্মদিন ছিল। তার জন্মদিন উপলক্ষে পার্টি ছিল। রাজারহাটের (Rajarhat) বৈদিক ভিলেজে একটি রিসর্ট বুক করা হয়। ওই রাতে সেখানেই যান তরুণী। ছিলেন অন্তত ১৫ জন তরুণ। তারা বেশিরভাগই দক্ষিণ কলকাতার বাসিন্দা। বেশ গভীর রাত পর্যন্ত পার্টি চলে। অভিযোগ, পার্টি শেষে তরুণীকে মাদক মেশানো পানীয় খাইয়ে বেহুঁশ করে দেয়। সেই সময় তাঁকে একাধিকবার গণধর্ষণ করা হয় বলেই অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: CBI সিজার লিস্টে চমক, পার্থ ঘনিষ্ঠ মিডলম্যান প্রসন্নর ফ্ল্যাটে উদ্ধার দিলীপের নামের দলিল!]

পরদিন অর্থাৎ ১০ নভেম্বর, হুঁশ ফেরার পরই কার্যত ভেঙে পড়েন তরুণী। তড়িঘড়ি রাজারহাট থানার দ্বারস্থ হন নির্যাতিতা। গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে চার যুবককে গ্রেপ্তার করা হয়। ওই চারজনই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। পার্টিতে থাকা বাকি ১১ জনকে তলব করেছে পুলিশ।

বর্তমানে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা এই ঘটনার তদন্ত করছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পূর্বপরিচিতরা পরিকল্পনামাফিক ওই তরুণীকে গণধর্ষণ করেছে। ধৃত চারজন গণধর্ষণ করেছে নাকি নারকীয় ঘটনায় জড়িত রয়েছেন পার্টিতে আসা ১৫ জনই, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈদিক ভিলেজের (Vedic Village) সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গণধর্ষণের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বৈদিক ভিলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে পুলিশ। বৈদিক ভিলেজ কর্তৃপক্ষের দাবি, কোনও ব্যক্তি মালিকাধীন রিসর্টে এই ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: শুভেন্দুর কুকথার জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতিকে অপমান, ক্ষমা চাইলেন অখিল গিরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement