Advertisement
Advertisement
Dengue

রাজ্যে ডেঙ্গুর বলি আরও ১, এবার প্রাণ গেল দক্ষিণ দমদমের প্রৌঢ়ার

বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই প্রৌঢ়া।

A woman of South Dumdum Tests Positive For Dengue, Dies In Hospital | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 24, 2023 4:13 pm
  • Updated:September 26, 2023 1:12 pm

ক্ষীরোদ ভট্টাচার্য ও বিধান নস্কর: রাজ্যে ডেঙ্গুর বলি আরও এক। এবার ডেঙ্গু প্রাণ কাড়ল দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক প্রৌঢ়ার। ফলে ওই এলাকায় মোট ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হল ৬।

জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামনগরের বাসিন্দা রুনা বসাক। তাঁর বয়স ৫৩ বছর। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ১৪ সেপ্টেম্বর তাঁকে ভরতি করা হয় নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছিল তাঁর। পরবর্তীতে ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে।

Advertisement

[আরও পড়ুন: ‘কাজ করতে পারছি না, স্বেচ্ছাবসর চাই,’ ছাত্র সংগঠনের বিরুদ্ধে সরব যোগেশচন্দ্রের অধ্যক্ষ]

গত ২১ সেপ্টেম্বর মৃত্যু হয় ওই প্রৌঢ়ার। তাঁর মৃত্যুর শংসাপত্রে কারণ হিসেবে উল্লেখ রয়েছে, ডেঙ্গু, এনএস ১-এর। এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গুর বলি হলেন ৬ জন। প্রসঙ্গত, গত বুধবারই শ্যামনগর অঞ্চলের বছর ১২-এর এক কিশোরীর মৃত্যু হয় ডেঙ্গুতে। একের পর এক ডেঙ্গুতে মৃত্যু আতঙ্ক বাড়িয়েছে স্থানীয়দের।

[আরও পড়ুন: ইঞ্জিনিয়ার কম, সঠিক সময়ে বেআইনি বাড়ির খবর আসছে না পুরসভায়, ক্ষুব্ধ মেয়র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement