Advertisement
Advertisement
Anandapur

৩৭ তলা থেকে মরণঝাঁপ! প্রৌঢ়ার রক্তাক্ত দেহ দেখে শিউরে উঠল অভিজাত আবাসন

উদ্ধার সুইসাইড নোট

A woman of anandapur allegedly commits suicide | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 15, 2024 9:57 am
  • Updated:February 15, 2024 10:03 am  

অর্ণব আইচ: খাস কলকাতার অভিজাত আবাসনের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রৌঢ়া। আবাসনের সামনে থেকে উদ্ধার দেহ। উদ্ধার হয়েছে সুইসাইড নোট। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতার নাম সুমনা পাল। তাঁর বয়স ৫০ বছর। তাঁর স্বামী রদ্রপ্রসাদ বিশ্বাস। আনন্দপুরের একটি অভিজাত আবাসনে থাকতেন তাঁরা। বৃহস্পতিবার সকালে আবাসনের সামনে থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ। সূত্রের খবর, ৩৭ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দেন মহিলা। খবর পেয়ে তড়িঘড়ি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। তবে কী কারণে এই সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement