Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে খুনের হুমকি, কাঠগড়ায় তৃণমূল নেতা

সোশ্যাল সাইটে তরুণীর ছবি ও নম্বর ছড়িয়ে দেয় অভিযুক্ত যুবক।

A woman harrassed by TMC leader in north kolkata's belgachia area

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 10, 2020 7:38 pm
  • Updated:February 10, 2020 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তৃণমূল নেতার রোষের মুখে তরুণী। অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠিয়ে ক্রমাগত তাঁকে উত্যক্ত করার অভিযোগ উঠল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়া হয়েছে তরুণীর নম্বরও। লাগাতার তাঁকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ তরুণীর। যদিও এবিষয়ে থানার দ্বারস্থ হলেও এখনও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ।

জানা গিয়েছে, উত্তর কলকাতার বেলগাছিয়ার বাসিন্দা ওই তরুণী। অভিযোগ, শাহাদাত হোসেন নামে এলাকার এক তৃণমূল নেতা দীর্ঘদিন ধরে তাঁকে বিরক্ত করত। তরুণী কোনওদিনই তাঁকে পাত্তা দেননি। এতেই জেদ চেপে যায় শাহাদাতের। এরপরই জোর করে তরুণীকে বিয়ে করার চেষ্টা করে অভিযুক্ত। কোনওক্রমে পালিয়ে তার হাত থেকে রেহাই পায় তরুণী। অভিযোগ, এরপরই অভিযুক্তের দাদা শাহাজাদ হোসেনও বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করে তরুণীকে। খুনের হুমকিও দেয়। এমনকী শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় তাঁদের বিরুদ্ধে প্রশাসনে অভিযোগ করেও লাভ হবে না, এমন কথাও বলে অভিযুক্তরা।

Advertisement

[আরও পড়ুন: ‘উদ্বোধনী ভাষণ সরাসরি সম্প্রচার হয়নি’, সরকারের আচরণে অপমানিত রাজ্যপাল]

অভিযোগ, এই পরিস্থিতিতেই হঠাতই তরুণীর ছবি ও নম্বর ছড়িয়ে দেয় অভিযুক্তরা। বিভিন্ন ব্যক্তি ফোনে, মেসেজে কু-প্রস্তাব দিতে শুরু করে তাঁকে। প্রতিবাদ করে তরুণী। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপর থেকেই বাড়তে থাকে অত্যাচারের মাত্রা। লাগাতার তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকি দিতে শুরু করে ২ অভিযুক্ত। বাধ্য হয়ে উল্টোডাঙা মহিলা থানায় অভিযোগ দায়ের করে। যদিও অভিযোগ দায়েরের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুলিশের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই সূত্রের খবর। যার জেরে আতঙ্কে দিন কাটাচ্ছে ওই তরুণী ও তাঁর পরিবার। কতদিনে বিপদ থেকে নিস্তার মিলবে সেই অপেক্ষাতেই তাঁরা। প্রসঙ্গত, একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: কাঁচরাপাড়া স্টেশনে প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ব্যাহত শিয়ালদহ-রানাঘাট শাখার ট্রেন চলাচল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement