অর্ণব আইচ ও নিরুফা খাতুন: কলকাতায় ফের মহিলা খুন। গল্ফগ্রিন থানার কাছে রাজেন্দ্র প্রসাদ কলোনিতে বন্ধ বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার করা হয়। তাঁর গলায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও জানা যায়নি।
মৃত নাফিসা খাতুন। জানা গিয়েছে, বছর চল্লিশের ওই মহিলা রাজেন্দ্র প্রসাদ কলোনিতে দীর্ঘদিন ধরেই থাকতেন। বুধবার দুপুরের পর থেকে মেয়ের কোনও খোঁজখবর পাচ্ছিলেন না তাঁর মা। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে আঁতকে ওঠেন। দেখেন, রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। বিছানার নিচে পড়ে মেয়ে। গোটা শরীর রক্তমাখা। গলার নলি কাটা অবস্থায় তরুণী পড়েছিলেন বলেই দাবি মায়ের।
রাজেন্দ্র প্রসাদ কলোনি এমনিতেই জনবহুল। গল্ফগ্রিন থানা থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বের এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পাওয়ামাত্র
ঘটনাস্থলে পৌঁছয় গল্ফগ্রিন থানার পুলিশ। লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরাও ঘটনাস্থলে পৌঁছন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই মহিলাকে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ। তবে কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর, গল্ফগ্রিনে আবর্জনার স্তূপ থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধার হয়। ওই ঘটনার মাসখানেক কাটতে না কাটতেই ফের কলকাতায় মহিলা ‘খুনে’ স্বাভাবিকভাবেই জোর চাঞ্চল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.